ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দ্বিতীয় ম্যাচেও গোলহীন রোনালদো, হারল দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
দ্বিতীয় ম্যাচেও গোলহীন রোনালদো, হারল দল

আল নাসেরের হয়ে অভিষেকটা রাঙাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। দল জিতলেও তিনি ছিলেন গোলহীন।

তবে দ্বিতীয় ম্যাচেও গোলখরা কাটাতে পারেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড। একইসঙ্গে জয় ছাড়াই মাঠ ছাড়তে হয় তাকে। কেননা আল ইতিহাদের কাছে ৩-১ গোলে হেরে সৌদি সুপার কাপ থেকে ছিটকে পড়েছে আল নাসের।

কিং ফাহাদ স্টেডিয়ামে সেমিফাইনাল শুরুর ১৫ মিনিটেই এগিয়ে যায় আল ইতিহাদ। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে তারা। ৪৩ মিনিটে সেই গোলটি করেন আব্দুল রাজ্জাক হামদাল্লাহ।  ৬৭ মিনিটে যদিও এক গোল শোধ দেন আল নাসেরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা। কিন্তু তা কেবল ব্যবধানই কমায়। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আল নাসেরের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মুহান্নাদ আল-শানকিতি।  

ম্যাচ গোল করার দুটো ভালো সুযোগই পেয়েছিলেন অধিনায়ক রোনালদো। কিন্তু ৩৭ বছর বয়সি এই ফরোয়ার্ডের সামনে বাধা হয়ে দাঁড়ায় আল ইতিহাদের রক্ষণ। সৌদি প্রো লিগে রোনালদোদের পরবর্তী ম্যাচ আগামী ৩ ফেব্রুয়ারি আল ফাতেহ’র বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।