ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

এবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চান বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চান বেনজেমা

গতবার রেকর্ড ১৪তম শিরোপা জিতেছে ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। এবারও একইভাবে ছুটছে তারা।

প্রত্যাবর্তনের গল্প লেখা যেন তাদের থামছেই না। ঠিক এইভাবেই ছুটতে ছুটতে এবারও শিরোপা ঘরে তুলে নিতে বেশ আত্মবিশ্বাসী গতবারের নায়ক করিম বেনজেমা।

গতকাল রাতে লিভারপুলের ঘরের মাঠে ৫-২ ব্যবধানে জয় নিয়ে ফেরার ম্যাচে বেনজেমা একাই করেছেন দুই গোল। এই যে প্রত্যাবর্তন, এটার পেছনে আত্মবিশ্বাস যেন সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে ফরাসি এই স্ট্রাইকার। এই কারণেই শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।

বেনজেমা বলেন, ‘দারুণ একটি ম্যাচ ছিল। শুরুতে আজকে আমাদের ভুগতে হয়েছে। আমাদের চেয়ে তাদের শুরুটা ভালো ছিল। বড় ম্যাচ এটি, অনেক কিছুই হয়। ঘরের মাঠে দর্শক সমর্থনও তাদের ছিল। তবে আমরা জানতাম যে এখনও অনেক কিছু করার আছে আমাদের। আমরা তা পেরেছি এবং খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পেরেছি। ’

এই আত্মবিশ্বাস নিয়ে যাবে শিরোপা পর্যন্ত, এমনটাই জানিয়েছেন বেনজেমা, ‘আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ একটি রাত এটি। নিজেদের মানসিকতা মেলে ধরেছি আমরা এবং যে গোলগুলোর প্রয়োজন ছিল, তা করতে পেরেছি। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চাই আমরা। ’

৩ গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ ফিরতি লেগে মার্চের ১৬ তারিখ নামবে সান্তিয়ানো বার্নাব্যুতে। সেখানেই বাকি কাজটুকু সেরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন বেনজেমা, ‘এখন আমরা ভালো অবস্থানে আছি। তবে ফুটবলে কাজটা কখনোই সহজ নয়। ঘরের মাঠেই কাজ শেষ করতে হবে আমাদের। ’

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।