ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইরানের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
ইরানের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ

এএফসি অ-২০ এশিয়ান কাপ বাছাই পর্ব রাউন্ড-১ এ নিজেদের প্রথম ম্যাচে গতকাল (১০ মার্চ) তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগামীকাল (১২ মার্চ) বাংলাদেশের প্রতিপক্ষ ইরান।

নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-১ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যে জানান দিয়ে রেখেছে ইরান। এই ম্যাচে জয় পেলে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের। জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে চান নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

গতকাল (১০ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তুর্কমনিস্তানের বিপক্ষে জয়ে নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়রা। আগামীকালও একই ভেন্যুতে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় তারা। যদিও বাংলাদেশের চেয়ে র‌্যাংকিং ৭২ ধাপ এগিয়ে আছে ইরান। তবে এসব নিয়ে ভাবছেন না কোন।  

দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স আশা জাগাচ্ছে কোচের মনে। তিনি বলেন, ‘ইনশাল্লাহ, আমরা তো জয়ের জন্যই মাঠে নামবো। যেহেতু এখানে জয়ের কোনও বিকল্প নেই। আমাদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করবো এবং আক্রমণাত্মক ফুটবল খেলবো। ’

ইরানের বিপক্ষে ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন ছোটন। দুই দলেরই জয়ের সমান সুযোগ থাকবে, যে দল সুযোগ কাজে লাগাতে পারবে তারাই জিতবে বলে মনে করেন তিনি।  

ছোটন বলেন, ‘মেয়েরা গতকালও তুর্কমেনিস্তানের বিপক্ষে ৯০ মিনিট যে পারফরম্যান্স করেছে, সেটা যদি অব্যাহত থাকে তবে আগামীকাল একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। আগেও যেভাবে দেখেছেন আগামীকালও তেমনই দেখবেন। দুই দলই সুযোগ পাবে, যে দল সুযোগ কাজে লাগাতে পারবে সে-ই জিতবে। ’

প্রতিপক্ষ ইরানকেও সমীহের দৃষ্টিতে দেখছেন ছোটন, ‘ইরান দল তো অবশ্যই আমাদের থেকে ভালো। র‌্যাংকিং থেকে শুরু করে মহিলা ফুটবলে সব দিক থেকেই তারা আমাদের চেয়ে এগিয়ে। তবে সাম্প্রতিক সময়ে আমাদের মেয়েদের যে পারফরম্যান্স কিংবা মাঠে ৯০ মিনিট তারা যেভাবে ফুটবল খেলছে, তাতে আমরা অবশ্যই আশাবাদী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। দুই দলেরই সুযোগ থাকবে। যে কাজে লাগাতে পারবে সে-ই জিতবে। ’

এর আগেও তিনবার বয়সভিত্তিক আসরে ইরানের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা আছে বাংলাদেশের। এবারের আসরেও জয় নিয়েই মাঠ ছাড়তে চান দলের কোচ ছোটন, ‘ইরানের সঙ্গে ২০১৫ সালে অ-১৪ এএফসি রিজিওনাল চ্যাম্পিয়নশিপে ২-০ গোলে জয় নিয়ে শিরোপা জিতেছিলাম। ২০১৬ সালে ঢাকায় অ-১৬ বাছাইপর্বের ম্যাচে ইরানকে ৩-০ গোলে হারিয়েছিলাম। হংকংয়ে ইরান অ-১৫ দলকে হারিয়েছিলাম। এই ধারা অব্যাহত রাখতে চাই। ’

প্রথম ম্যাচে দলের বাইরে ছিলেন দলের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। আগামী ম্যাচে দলের অধিনায়কের খেলা নিশ্চিত নয় বলে জানিয়েছেন দলের কোচ, ‘শামসুন্নাহারের লিগামেন্টে ব্যথা, ও এখনো পুরোপুরি খেলার মতো ফিট না। এখনো সময় আছে। যেহেতু এটা ক্রুশিয়াল লিগামেন্ট ইনজুরি। কিছুটা রিস্কি। কালকে পর্যন্ত সে অবজারভেশনে থাকবে। অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নেব। ’

প্রথম ম্যাচে গোলের দেখা পাননি দলের অন্যতম সেরা তারকা শাহেদা আক্তার রিপা। তবে এটা নিয়ে চিন্তিত নন দলের কোচ। রিপার প্রতি আস্থা আছে বলেই জানিয়েছেন তিনি, ‘রিপা গতকাল খুবই ভালো ফুটবল খেলেছে। ঐ ম্যাচের সেরাদের মধ্যে তার নাম থাকবে। গতকাল তার গোল না পাওয়াটা দুর্ভাগ্যই বলা যায়। যে কোনও মুহর্তেই রিপা গোল করতে পারে।  আগের ম্যাচেও সে গোলের সুযোগ তৈরি করেছে। ’

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।