ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিলেটে অনুশীলন শুরু বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
সিলেটে অনুশীলন শুরু বাংলাদেশের

সৌদি আরব থেকে কন্ডিশনিং ক্যাপ করে ঢাকা ফিরে সরাসরি সিলেট চলে গেছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে ২৫ এবং ২৮ তারিখ সিশেলসের সঙ্গে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে আজ থেকে সিলেটে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।  

বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজ (১৮ মার্চ) শনিবার সিলেটে প্রথম অনুশীলন করিয়েছেন দলকে। বিকেলে অনুশীলন হয়েছে সিলেট বিকেএসপি’র মাঠে। কাবরেরা বলেন, ‘আজকে বাংলাদেশে আমাদের প্রথম ট্রেনিং সেশন ছিল। গতকাল আমরা সিলেট এসে পৌছেছি। সৌদি আরব থেকে লম্বা ফর করে আমরা দেশে পৌছেছি। সকালে খেলোয়াড়রা হোটেলে বিশ্রাম নিয়েছে রিকভারির জন্য। এরপর আমরা বিকেলে বিকেএসপিতে অনুশীলন করছি। ’

পাসপোর্টের সমস্যার কারণে দলের সঙ্গে সৌদি আরবে দলের সঙ্গে যেতে পারেননি রবিউল এবং ইব্রাহিম। তারা আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন। কাবরেরা বলেন, ‘রবিউল এবং ইব্রাহিম আজকে দলের সঙ্গে যোগ দিয়েছেন। অনুশীলনে তাদের পেয়ে আমি আনন্দিত। আমাদের সঙ্গে বিকেএসপির খেলোয়াড়রা আছে, তারা আমাদের সঙ্গে সাক্ষাত করেছে এবং ছবি তুলেছে। এখানের পরিবেশ আমাদের খুবই ভালো লাগছে। ’

মদিনায় আয়োজিত কন্ডিশনিং ক্যাম্প নিয়ে দলের অন্যতম সেরা তারকা তপু বর্মন বলেছেন,‘গতকাল আমরা সৌদি আরব থেকে দেশে ফিরেছি। একটা লম্বা ভ্রমন ছিল। আমরা সকালে বিশ্রাম নিয়েছি এবং বিকেলে মাঠে এসে অনুশীলন করেছি। আমরা খেলোয়াড়রা সবাই সুস্থ আছি এবং ভালো আছি। সৌদিতে আমরা যে অনুশীলন করেছি সেটা অনেক ইতিবাচক হয়েছে। আমরা মুখিয়ে আছি ২৫ ও ২৮ মার্চ সিশেলসের বিপক্ষে ম্যাচ খেলতে। এই ম্যাচ দুটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সৌদিতে আমরা অনুশীলনের পাশাপাশি দুটি ম্যাচও খেলেছি। দুটি ম্যাচই ড্র করেছি। আশা করি, সেখানে যেভাবে আমরা একটি দল হয়ে ছিলাম তা সিলেটে কাজে লাগাতে পারবো। ’

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।