ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেয়েদের পারফরম্যান্সে সন্তুষ্ট ছোটন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
মেয়েদের পারফরম্যান্সে সন্তুষ্ট ছোটন

প্রথমবারের মত ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ (২২ মার্চ) বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ গোলাম রব্বানী ছোটন।  

ম্যাচের আগেই বলেছিলেন ম্যাচের রেজাল্ট নিয়ে চিন্তিত নন তিনি। ম্যাচে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান এবং এই ম্যাচ থেকে অভিজ্ঞতা নিতে চান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ছোটন বলেন, ‘আগেই বলেছি, আমরা এই প্রথম ইউরোপিয়ান একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, মেয়েরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। অভিজ্ঞতায় এগিয়ে। শারীরিকভাবে তারা এগিয়ে, টেকনিক্যালিও ভালো, আমি মনে করি এগুলোই আজকের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। ’

ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে মেয়েরা। ছোটন বলেন, ‘ আমাদের শুরুটা হয়েছিল বাজে ভাবে। আস্তে আস্তে মেয়েরা খেলায় ফিরেছে, যত সময় গেছে, মেয়েরা ভালো খেলছে। চাপের কারণে মেয়েদের শুরুটা এরকম হয়েছিল, বিরতির সময় তাদেরকে আমরা বিষয়টি বলেছিলাম, এরপর তারা ভালো করেছে। ’

এই ম্যাচের ফলে মেয়েদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে বলে মনে করেন ছোটন। তিনি বলেন, ‘আমি মনে করি, আত্মবিশ্বাস বাড়াতে এ ম্যাচটি বিরাট সহায়ক হবে সামনের এএফসি ও সাফের ম্যাচগুলোর জন্য। ’ 

আরও বেশি সময় এক সঙ্গে খেলতে পারলে ফল আরও ভালো হতে পারতো বলে মনে করেন বাংলাদেশের কোচ। তিনি বলেন , ‘তারা (রাশিয়া) যে লেভেলে ক্লাবে খেলেছে, টেকনিক্যাল বিষয়গুলো বুঝেছে, সেখানে এই মেয়েরা এক বছর ধরে শিখছে। যদি এরাও পাঁচ-ছয় বছর শিখত, তাহলে রাশিয়ার বিপক্ষে ভালো লড়াই করতে পারত। ’

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।