ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বাংলাদেশের প্রশংসায় রাশিয়ার কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
বাংলাদেশের প্রশংসায় রাশিয়ার কোচ

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৩-০ জয় দিয়ে সাফ অ-১৭ চ্যাম্পিয়নশিপের আসর শুরু করেছে রাশিয়া। পুরো ম্যাচে রাশিয়ার বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশের মেয়েরা।

বেশ কিছু গোলের সুযোগও তৈরি করেছিলেন তারা। ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসা করলেন রাশিয়ার কোচ এলিনা মেদভেদ।

ম্যাচে শেষে এলিনা বলেন, ‘আপনারা দেখেছেন ম্যাচটা কঠিন ছিল। আমাদের কিছু পরিকল্পনা ছিল, যার সবগুলো প্রয়োগ করতে পারিনি। কিন্তু জিতেছি এবং আমরা খুশি। টেকটিক্যাল এবং টেকনিক্যাল প্রস্তুতিতে ভিন্নতা ছিল, বাংলাদেশ কোচ দুই দিকেই তার মতো করে ছক কষেছিল। ’

বাংলাদেশের উইং এবং মিডফিল্ডের খেলোয়াড়রা বেশ শক্তিশালী বলে মনে করেন রাশিয়ার কোচ। তিনি বলেন, ‘বাংলাদেশের খেলায় আমি মুগ্ধ। তারা চেষ্টা করেছে, সেরাটা দিয়েছে, রাইট উইং এবং মিডফিল্ডার বেশ ছোটাছুটি করেছে আমাদের পরিকল্পনা ভেস্তে দেওয়া জন্য, তার খেলার আমি খুশি। ’

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেনি রাশিয়া। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথেই মাটিতে বসে পরেন রাশিয়ার খেলোয়াড়রা। এই বিষয়ে জানতে চাওয়া হলে এলিনা বলেন, ‘এখানকার আবহাওয়া আমাদের জন্য কঠিন ছিল। আপনারও দেখেছেন, ম্যাচের পর মেয়েরা মাঠে লুটিয়ে পড়েছিল। কেবল আবহাওয়া নয়, সময়ের পার্থক্যও আমাদের জন্য কঠিন ছিল। ’ 

কমলাপুরের টার্ফ নিয়ে বরাবরই অভিযোগ থাকে বিদেশী দলগুলোর। রাশিয়ার ক্ষেত্রের এর ব্যতিক্রম হয়নি। টার্ফ মান নিয়ে সন্তুষ্ট নন রাশিয়ার কোচ এলিনা। তিনি বলেন, ‘আমাদের জন্য এই মাঠ যথেষ্ট ভালো নয়। আমাদের দেশে আমরাও টার্ফে খেলি, কিন্তু সেগুলো এমন নয়। ’

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।