ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আয় ও বেতনের গড়মিল, বার্সায় ৬ নম্বর জার্সি হারালেন গাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
আয় ও বেতনের গড়মিল, বার্সায় ৬ নম্বর জার্সি হারালেন গাভি

ক্লাবের আয়ের সঙ্গে খেলোয়াড়দের বেতনের গড়মিলের কারণে বার্সেলোনা ডিফেন্ডার গাভির নিবন্ধন আটকে দিয়েছে লা লিগা। ফলে এখন ক্লাবের মূল দলের হয়ে খেলতে পারবেন না তিনি।

একই সঙ্গে তার পরিহিত ৬ নম্বর জার্সি কেড়ে নেওয়া হয়েছে।  

বর্তমান কোচ জাভি হের্নান্দেস ক্লাবে খেলার সময় ৬ নম্বর জার্সি পরতেন। সেই ধারাবাহিকতায় ছন্দে থাকা গাভিকে জানুয়ারিতে মূল দলের খেলোয়াড় হিসেবে নিবন্ধনের পর জার্সিটি দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে আয় ও বেতনের গড়মিলে জার্সিটি হারাতে হয়েছে স্প্যানিশ মিডফিল্ডারকে।  

এখন অবশ্য বার্সেলোনা একাডেমির চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে থাকবেন গাভি। মৌসুম শেষে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ক্লাব ছাড়তে পারবেন তিনি। যদিও ক্লাব ছাড়ার সম্ভাবনা কম।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।