ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হেরেও আত্মবিশ্বাস হারাননি টুখেল, হুমকি দিয়ে রাখলেন সিটিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
হেরেও আত্মবিশ্বাস হারাননি টুখেল, হুমকি দিয়ে রাখলেন সিটিকে

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এই ফল নিয়ে অবশ্য খুশি নন জার্মান ক্লাবটির নতুন কোচ টমাস টুখেল।

তবে পরবর্তী লেগ নিয়ে আত্মবিশ্বাস ঠিকই দেখিয়েছেন। জানিয়েছেন, চালিয়ে যাবেন কঠিন লড়াই।  

বড় ব্যবধানে হারলেও টুখেল ভেঙে পড়েননি। জানিয়েছেন ভালো দিকগুলোর কথা। এই ইতিবাচক দিবগুলো বিবেচনা করেই পরের ম্যাচে মাঠে নামাবেন দলকে। বায়ার্ন কোচ বলেন, ‘এই ম্যাচের ফলাফলে ছেলেদের গুরুত্ব দিতে দেব না আমি। এই ফল আমাদের প্রাপ্য ছিল না, গোটা ম্যাচের গল্প ফুটে উঠছে না এতে। ম্যাচে অনেক কিছুই আমরা ভালোভাবে করেছি। যদিও সেই ইতিবাচক দিকগুলোয় নজর দেওয়া অবশ্য কঠিন হবে এমন ফলের পর। তবে আমরা সাহস ও দারুণ মানসিকতা নিয়ে খেলেছি, যথেষ্ট মানসম্পন্ন ছিল আমাদের খেলা। ’

ইতিবাচক দিকগুলো তুলে ধরার পরেও হার নিয়ে যে অসন্তুষ্ট, সেটি লুকাননি টুখেল। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘অবশ্যই সবাই হতাশ। তবে আমাদের অনুভূতি মিশ্র। ছেলেদের সঙ্গে কথা বলেছি আমি এবং তাদের মনে হচ্ছে না যে ৩-০ হওয়ার মতো খেলেছে তারা। তবে বাস্তবে এটা ৩-০, এখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক অনেক বড় চ্যালেঞ্জ। ’

হতাশ হলেও ফিরতি লেগে লড়াই চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বায়ার্ন কোচ, ‘আমরা হাল ছাড়ব না। লড়াই করব। আর আলিয়াঞ্জ অ্যারেনায় খেলা মানে জার্মানিতে ঘরের মাঠে খেলা। খেলা শেষে ড্রেসিং রুমে ফেরার আগ পর্যন্ত শেষ বলে কিছু নেই। ’

আগামী বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে বায়ার্ন।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।