ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেখ জামালের জয়, হারলো আবাহনী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
শেখ জামালের জয়, হারলো আবাহনী

প্রিমিয়ার লিগের ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবে দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের কাছে হেরে শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেল আবাহনী লিমিটেড।

 

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে আজ শেখ জামাল ২-১ গোলে জয় পেয়েছে। ৫৬তম মিনিটে সোলাইমান সিল্লাহর গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৮২তম মিনিটে পুলিশকে সমতায় ফেরান এসএম বাবলু। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ফ্রি-কিকে দারুণ গোল করে জামালকে জয় এনে দিয়েছেন জনোভ ওতাবেক।  

১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে পুলিশ। ১৯ পয়েন্টে তিনে উঠে এসেছে শেখ জামাল।

অন্যদিকে লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই- এমন ম্যাচে হেরে গেছে আবাহনী। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে মারিও লেমোসের দলকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। দ্বিতীয়ার্ধে যোগ সময়ের অষ্টম মিনিটের মাথায় দারুণ এক গোলে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল ম্যাচের ভাগ্য গড়ে দেন।

এই হারে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে দশ পয়েন্টে পিছিয়ে পড়লো আবাহনী। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আকাশী-নীলরা। সমানসংখ্যক ম্যাচে কিংসের পয়েন্ট ৩৭। আর ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে মুক্তিযোদ্ধা।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।