ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সোহাগ ইস্যুতে ৮ সদস্য নিয়েই তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, মে ২, ২০২৩
সোহাগ ইস্যুতে ৮ সদস্য নিয়েই তদন্ত কমিটি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজ দুটি সভা আয়োজিত হয়েছে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে মূল আলোচ্য বিষয় ছিল আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞার পর তদন্ত কমিটির অগ্রগতি নিয়ে।

ইতোমধ্যেই তদন্ত কমিটি থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন। আট সদস্য নিয়ে তদন্ত কমিটি চলবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

তদন্ত কমিটির মূল দায়িত্বে রয়েছেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি দেশের বাইরে থেকে ফিরেছেন গতকাল। আগামী রোববার-সোমবার তদন্ত কমিটির মিটিং হবে। এরপর থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি তাদের রিপোর্ট দেবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।  

তিনি বলেন, ‘আমাদের তদন্ত কমিটির আহ্বায়ক কাজী নাবিল, তিনি দেশে এসেছেন গতকাল। আগামী দুই-তিন দিন থেকে কাজ শুরু হবে। আর তিনি বলেছেন, ৩০ দিন লাগবে তদন্তে। ৩০ দিন পরে তিনি আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবেন। ’

সালাউদ্দিন আরও বলেন, ‘ফিফা যে তদন্ত করেছে, সেখানে আর কী কী আছে। কোনো জায়গায় কেউ ভুল করেছে নাকি। আমাদের ৩০টা দিন আরও অপেক্ষা করতে হবে। এরপর তিনি (নাবিল) প্রতিবেদন দেবেন। তার প্রতিবেদনের পরই আমরা সিদ্ধান্ত নেব, কী কী করতে হবে। তারা চাইলে ফিফার তদন্ত রিপোর্ট ছাড়াও অন্যান বিষয়ে তদন্ত করতে পারেন। এটা তাদের উপর। ’

এই বিষয়ে কাজী নাবিল বলেন, ‘আমরা আগামী সপ্তাহে তদন্ত কমিটির সকলকে নিয়ে বৈঠক করব। এরপর সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

সভায় উপস্থিত ছিলেন মহিউদ্দিন মহি। তিনি তদন্ত কমিটি থেকে কেন পদত্যাগ করলেন? এমন প্রশ্নের জবাবে মহি বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততার কারণে সরে যেতে হয়েছে। নির্বাচনের মৌসুম চলছে। ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মসূচি আছে। সব কাজের মধ্যে সবসময় যে থাকতে হবে, এমন তো কোনো কথা নেই! নাবিল ভাইয়ের যে কমিটি আছে, তারাও যোগ্য। ’

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ০২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।