ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

হীরায় মোড়ানো ঘড়ি উপহার পেলেন রোনালদো, মূল্য কত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, মে ১২, ২০২৩
হীরায় মোড়ানো ঘড়ি উপহার পেলেন রোনালদো, মূল্য কত

বিশ্বের অন্যতম ধনী অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৮ বছর বয়স হলেও বিজ্ঞাপনের বাজারে তার চাহিদা এখনো তুঙ্গে।

এবার হীরায় মোড়ানো এক ঘড়ি উপহার পেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। যার মূল্য ৯২ হাজার পাউন্ড (প্রায় এক কোটি ২৪ লাখ টাকা)।

রোনালদোকে ঘড়িটি উপহার দিয়েছে বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক ও জুয়েলারি প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো.। সবুজ রঙের সেই ঘড়িটিতে বসানো হয়েছে ২৬ টি সাদা হীরা। ঘড়ির পেছনে রোনালদোর চিরচেনা ‘সিউউ...’ উদযাপনের ছবি। সামনেও উদযাপনের ছবিসহ রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি সোনার রঙে ইংরেজিতে লিখে রাখা হয়েছে সিআর সেভেন।  

গত ৫ মে সৌদি আরবে জ্যাকব অ্যান্ড কো. এর একটি বুটিক উদ্বোধন করেন রোনালদো। সেখানেই ঘড়িটি উপহার পান তিনি। যার নাম দেওয়া হয়েছে ‘হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে’। রোনালদোকে নিয়ে বানানো কোম্পানির নতুন আনা চারটি মডেলের একটি। সবচেয়ে দামি ঘড়ি ‘দ্য ফাইট অব সিআর সেভেন বাগুয়েত্তে’ এর মূল্য ১ লাখ ৪৫ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ৯৪ লাখ)।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ১২, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।