ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়ন বার্সাকে হারিয়ে লা লিগায় টিকে থাকল ভায়াদোলিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মে ২৪, ২০২৩
চ্যাম্পিয়ন বার্সাকে হারিয়ে লা লিগায় টিকে থাকল ভায়াদোলিদ

লা লিগা চ্যাম্পিয়ন হয়ে বার্সেলোনা যেন খেই হারিয়ে ফেলেছে। শিরোপা নিশ্চিত হওয়ার পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারের পর এবার ভাইয়াদলিদের বিপক্ষে একই ফলাফল।

অপরদিকে চ্যাম্পিয়ন দলটিকে হারিয় লিগে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলো ভাইয়াদলিদ।  

মঙ্গলবার রাতে ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ভাইয়াদলিদ। আত্মঘাতী গোল করে শুরুতেই ক্লাবটিকে এগিয়ে দেন ক্রিস্টেনসেন। কিছুক্ষণ পর ব্যবধান বাড়ান কাইল ল্যারিন। বিরতির পর বার্সার জালে আরও একটি গোল ঠুকে দেন গনসালো প্লাতা। শেষদিকে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন রবের্ত লেভানডোভস্কি।  

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ভাইয়াদলিদ। বাঁ দিক থেকে ভালেন্সিয়া ফুটবলারের শট হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ক্রিস্টেনসেন। ২২তম মিনিটে ব্যবধান বাড়ান ল্যারিন। বক্সে প্লাতা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে বল জালে পাঠাতে ভুলেননি ভাইয়াদলিদ ফরোয়ার্ড।  

বিরতির পর অবশ্য আক্রমণের পরিমাণ বাড়ায় বার্সা। তবে ভাইয়াদলিদের রক্ষণভাগের নৈপুণ্যে গোল পাওয়া হচ্ছিলো না দলটির। উল্টো ৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিক ক্লাবটি। বক্সে বল টেনে নিয়ে পাস প্লাতাকে পাস দেন ল্যারিন। দারুণ শটে বার্সা গোলরক্ষকে পরাস্ত করে বল জালে পাঠান একুয়েডরের মিডফিল্ডার।  

চ্যাম্পিয়ন্স বার্সেলোনা ৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৭২। ৭১ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে ভাইয়াদলিদ।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ২৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।