ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

‘ভিনিসিয়ুসময়’ ম্যাচে রদ্রিগোর গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
‘ভিনিসিয়ুসময়’ ম্যাচে রদ্রিগোর গোলে রিয়ালের জয়

বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদে ভিনিসিয়ুসের সঙ্গে একাত্মতা ঘোষণা মাঠে প্রবেশ করেছে রিয়াল মাদ্রিদের সবাই। স্টেডিয়ামেও ব্যানার-পোস্টারে তরুণ এই ফরোয়ার্ডকে সমর্থনের কথা জানান দেয় সমর্থকরা।

‘ভিনিময়’ এই ম্যাচে জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।  

ঘরের মাঠে বুধবার রাতে রায়ো ভাইয়েকানোকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। দলের হয়ে দুইটি গোল করেন করিম বেনজেমা ও রদ্রিগো। ভাইয়েকানোর হয়ে একমাত্র গোলটি আসে রাউল দে তমাসের পা থেকে।  

ভালেন্সিয়ার বিপক্ষে বর্ণবাদের প্রতিবাদ করে লাল কার্ড দেখে ভিনিসিয়ুস। সেই লাল কার্ড প্রত্যাহারসহ ক্লাবটিকে শাস্তি প্রদাণ করা হয় পরবর্তীতে। তারপরও হালকা চোটের কারণে ব্রাজিলিয়ান তরুণকে মাঠে নামাননি কার্লো আনচেলত্তি।  

সান্তিয়াগো বার্নাব্যুতে অবশ্য ম্যাচের শুরু থেকেই ধাপট দেখিয়ে আসছিল রিয়াল। তার ফলও পায় তাড়াতাড়ি। ৩১তম মিনিটে জালের দেখা পান বেনজেমা। ফেদে ভালভারদের সঙ্গে বল দেওয়া-নেওয়ার এক পর্যায়ে শট নিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসি এই স্ট্রাইকার। এই নিয়ে লস ব্লাঙ্কোসদের জার্সিতে লিগে ১৮টি গোল করে ফেলেছেন তিনি। পিচিচি ট্রফির দৌড়ে তার উপরে রয়েছেন লেভানডোভস্কি; ২২ গোল নিয়ে।  

বিরতির পর আগের মতোই আক্রমনাত্মক থাকে রিয়াল। তবে সমতায় ফিরতে মুখিয়ে ছিল ভাইয়েকানোও। ৮৪তম মিনিটে অবশ্য রাউল দি তমাসের গোলে সমতায় ফেরে তারা। পেপ চাভারিয়ার বক্সে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠান এই ফরোয়ার্ড। তবে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ৮৯তম মিনিটে দানি সেবাইয়োসের পাস থেকে বল টেনে নিয়ে জাল খুঁজে নেন রদ্রিগো। তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

এই জয়ে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে রিয়াল। এক ম্যাচ কম খেলে তিনে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৭২। আগেই শিরোপা জেতা বার্সেলোনার ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।