ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

টানা ব্যর্থতায় চার ম্যাচ পরই সরে দাঁড়ালেন লিডসের কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ২, ২০২৩
টানা ব্যর্থতায় চার ম্যাচ পরই সরে দাঁড়ালেন লিডসের কোচ

এসেছিলেন লিডস ইউনাইটেডকে অবনমন অঞ্চল করতে রক্ষা করতে। কিন্তু হলো তার উল্টো।

দায়িত্ব নেওয়ার পর একটি ম্যাচও দলকে জেতাতে পারেননি স্যাম অ্যালারডাইস। টানা ব্যর্থতার দায় নিয়ে পারস্পরিক সমঝোতায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।  

কয়েকদিন আগে নিজেকে ‘সেরা কোচ’ দাবি করা অ্যালারডাইস গত ৩ মে কোচ হিসেবে দায়িত্ব নেন লিডসের। এর আগে ব্যর্থতার দায়ে ছাঁটাই হন কোচ হাভি গার্সিয়া। তবে অ্যালারডাইস এসেও লাভ হয়নি ক্লাবটির। ৪ ম্যাচের মধ্যে দল হারে তিনটিতেই। বাকি ম্যাচটি ড্র হয়।  

টেবিলের ১৭ নম্বরে থাকা লিডসকে মূলত অবনমন থেকে রক্ষা করতে দায়ত্বি নেন অ্যালারডাইস। কিন্তু তা আর করতে পারেননি। দ্বিতীয় স্তরে নেমে যাওয়া ক্লাবটি ১৯ নম্বরে থেকে শেষ করে প্রিমিয়ার লিগ।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ২, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।