ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

সাফের প্রস্তুতিতে বড় চ্যালেঞ্জ গরম আবহাওয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ৬, ২০২৩
সাফের প্রস্তুতিতে বড় চ্যালেঞ্জ গরম আবহাওয়া

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। আগামী ১৯ তারিখ থেকে ভারতের ব্যাঙ্গালোরে শুরু হবে এবারের আসর।

এর আগে কম্বোডিয়ায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে ৪ জুন থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ (৬ জুন) দ্বিতীয় দিনের অনুশীলন করেছেন জিকো-এলিটারা। সাফের প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক গরম আবহাওয়া এমনটাই জানালেন তারা।

দেশে এখন বইছে তীব্র তাপপ্রবাহ। এই গরমেই অনুশীলন করতে হচ্ছে জাতীয় দলকে। সাফের প্রস্তুতিতে এই আবহাওয়া একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দেখা দিয়েছে বলে মনে করেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তিনি বলেন, ‘আমরা লিগ খেলে এসেছি। কিছুদিন আগেই লিগ ব্রেক দিয়েছে। সবাই খেলার মধ্যেই ছিল। একটু টায়ার্ড, অনেক গরমের মধ্যেই খেলতে হয়েছে। জাতীয় দলের ট্রেনিংয়ে একটু ইনটেনসিটি বেশি থাকে। সেক্ষেত্রে গরমটা আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরও খেলোয়াড়রা নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করছেন। ’

দলে ইনজুরির সমস্যাও রয়েছে। তবে তাদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। দ্রুতই তাদের ফিরে পাওয়ার আশা জিকোর। তিনি বলেন, ‘এর মধ্যে কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে আছেন। তাদেরকে পুনর্বাসন করতে হবে। আশা করছি নির্ধারিত সময়েই তারা দলে ফিরবেন। ’

গরমে নাজেহাল নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার এলিটা কিংসলেও। তবে প্রতিকূল পরিস্থিতিতে অনুশীলন দলকে আরও ভালো খেলার অনুপ্রেরণা দেবে বলে মনে করেন কিংসলে। তিনি বলেন, ‘প্রত্যেক বছর ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ থাকে, সেগুলো মোকাবিলা করেই আমাদের খেলতে হয়। এবছর গরমের মধ্যে খেলতে হচ্ছে। আমার মনে আছে লিগে এমনও কিছু ম্যাচ ছিল যেখানে প্রথমার্ধে খেলোয়াড়রা খেলতেই পারেনি। প্রথমার্ধে দৌড়ানোর বদলে হেঁটে হেঁটে খেলেছেন। এখনও সেই একই পরিস্থিতি। আপনারাও দেখতে পাচ্ছেন, আবহাওয়ার কারণে প্রচণ্ড ঘামছি। কিন্তু আমাদের প্রস্তুতি নিতেই হবে, এটাই চ্যালেঞ্জিং। ’

‘কঠোর পরিশ্রম সবসময়ই একটা দলকে ভালো কিছুর ইঙ্গিত দেয়। আমি মনে করি, দলের সবাই কঠোর পরিশ্রম করছে। আমি মনে করি দলের আবহ খুবই ইতিবাচক। আমরা যত কঠিন আবহাওয়ার মধ্যে পরিশ্রম করব, তত বেশি অনুপ্রাণিত হব। শক্তিশালী হবো,’ যোগ করেন কিংসলে।

জাতীয় দলের হয়ে সাফের ম্যাচে মাঠে নামার সুযোগ রয়েছে এলিটা কিংসলের সামনে। এই সুযোগ কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। এবার গ্রুপ পর্ব পার করতে চান তিনি। এলিটা বলেন, ‘সম্মিলিতভাবে আমাদের সামনে অনেক বড় একটা মিশন এটা। সাফ অনেক বড় প্রতিযোগিতা। গত আসরের কথা মনে আছে, আমরা গ্রুপ পর্ব পেরুতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এ কারণে এবার আমরা আরও কঠোর পরিশ্রম করছি, যাতে এবার পার হতে পারি। ’

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।