ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির সিদ্ধান্তকে ‘সম্মান’ জানিয়ে বার্সার পাল্টা বক্তব্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুন ৮, ২০২৩
মেসির সিদ্ধান্তকে ‘সম্মান’ জানিয়ে বার্সার পাল্টা বক্তব্য

অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটলো। সৌদি আরবের আকাশচুম্বী অর্থের প্রস্তাব প্রত্যাখ্যান করে লিওনেল মেসি যোগ দিয়েছেন মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে।

তবে আর্জেন্টাইন এই তারকা যেতে চেয়েছিলন বার্সেলোনাতেই। কিন্তু স্প্যানিশ ক্লাবটি তাকে কেবল হতাশাই উপহার দিল।  

ক্যাম্প ন্যু’য়ে ফেরার জন্য যে মুখিয়ে ছিলেন তিনি। কিন্তু কি কারণে সেটি হয়নি বা কি কারণে ইন্টার মায়ামিতে যোগ দিলেন এই ব্যাপারে মুন্দো দেপোর্তিভো ও স্পোর্তকে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।  

বার্সেলোনাকে নিজের ঘর বানিয়ে ফেলা মেসি ২০২১ সালে এক রাশ হতাশা নিয়ে বিদায় নিতে হয়। যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানেও স্থায়ী হতে পারেননি তিনি। নানা কারণে ক্লাবটির সঙ্গে বনিবনা হচ্ছিল না এই ফরোয়ার্ডের। অবশেষে এই মৌসুমে ছাড়লেন সেটিও। বুধবার বাংলাদেশ সময় রাতে তিনি যোগ দেন ইন্টার মায়ামিতে।  

কেন ইচ্ছে থাকলেও যোগ দেননি বার্সেলোনায়? ২০২১ সালের বিদায়বেলার স্মৃতি মনে করে মেসি সাক্ষাৎকারে বলেন, ‘আমি আসলেই বার্সেলোনাতে ফিরতে চেয়েছিলাম এবং এটা নিয়ে খুবই শিহরিত ছিলাম। কিন্তু সেখান থেকে বিদায়ের সময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল, সেই অবস্থার মধ্যে আবার পড়তে চাইনি; সামনে কী ঘটবে, তা দেখার অপেক্ষায় থাকতে এবং অন্যের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিতে চাইনি। ’

মেসিকে বার্সেলোনায় আনতে কিছু নিয়ম পরিবর্তন করতে হয়েছে লা লিগাকে। একইসঙ্গে বার্সেলোনাও বিক্রী করতে হবে বেশ কিছু ফুটবলার। আর্জেন্টাইন তারকা অবশ্য সেগুলো চাননি। তিনি বলেন, ‘শুনেছিলাম (আমাকে আনার জন্য) বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এইসব কিছুর দায় নিতে চাইনি। ’

শুধু এসবই যথেষ্ট নয়, নিজেদের ক্লাবে ভেড়ানোর জন্য বার্সেলোনা কোনো অফিসিয়াল প্রস্তাবও পাঠায়নি মেসিকে। এই ব্যাপারে তিনি বলেন, ‘আমরা কখনও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর পর্যায়ে আসিনি। একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেটি অফিসিয়াল, লিখিত অথবা সাইন করা ছিল না। কারণ এখানে কিছুই হওয়ার নয় এবং আমরা জানি না এটই চুক্তি চূড়ান্ত হবে নাকি হবে না। ’

‘এটাই ছিল তাদের লক্ষ্য। আমরা কিছুই অগ্রিম করে রাখিনি। এমনকি আর্থিক বিষয় সম্পর্কে অফিসিয়ালি কথা পর্যন্ত বলিনি। ’

তবে বার্সেলোনা বলছে উল্টো কথা। মেসির সাক্ষাৎকার প্রকাশের কিছুক্ষণ পরেই এক বিবৃতিতে ক্লাবটি জানায় তাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। স্প্যানিশ ক্লাবটি বিবৃতিতে জানায়, ‘সোমবার, ৫ জুন, হোর্হে মেসি এবং প্রতিনিধিরা বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাকে মেসির ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্তটি জানায়। যদিও মেসির বার্সেলোনায় ফেরা ও ক্লাবের একই আগ্রহের কারণে কাতালানদের থেকে একটি প্রস্তাব দেওয়া হয়। ’

মেসির সিদ্ধান্তকে সম্মান জানায় বার্সা সভাপতি। এমনকি সবসময় আর্জেন্টাইন এই তারকাকে কাতালানরা আগের মতো মনে রাখবে বলে বিবৃতিতে জানানো হয়, ‘কম চাহিদার লিগে, পাদপ্রদীপের আলো থেকে আরও দূরে এবং সাম্প্রতিক বছরগুলোয় যতটা চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে, এর চেয়ে কম চাপের লিগে মেসির খেলতে চাওয়ার সিদ্ধান্ত বার্সেলোনা সভাপতি উপলব্ধি করতে পারছেন এবং সম্মানও করেন। ’

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুন ৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।