ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসির দ্রুততম গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
মেসির দ্রুততম গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

আর্জেন্টিনার শুরুটা হয়েছিল দারুণ। গোলের দেখাও পায় তারা।

তাও আবার লিওনেল মেসির পা থেকে। যেটি ছিল তার ক্যারিয়ারের দ্রুততম গোল। এরপর অবশ্য লড়াই চালায় অস্ট্রেলিয়া। একের পর এক পাল্টা-আক্রমণ করলেও তারা বল পাঠাতে পারেনি জালে।  

চীনের বেইজিং ওয়ারকার্স স্পোর্টস কমপ্লেক্সে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা।  

মাঠে নেমে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয় মিনিটে লেকি স্টামবলস বক্সের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বল পেয়ে মেসিকে খুঁজে নেন এনসো ফের্নান্দেস। বাঁকানো শটে লক্ষ্যভেদ করতে কোনোরকম ভুল করেননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তিন মিনিট পর মেসির সুন্দর পাস কাজে লাগতে পারেননি মাক আলিস্তার। উড়িয়ে মারেন গোলপোস্টের ওপর দিয়ে।  

সমতায় ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া বেশ কয়েকটি পাল্টা-আক্রমণ চালায়। ২৮তম মিনিটে বক্স থেকে বল উড়িয়ে সতীর্থদের দিকে ক্রস দেন মিচেল ডুকে। তবে জর্ডান বসের নেওয়া ভলি ঠেকিয়ে দেন মার্তিনেস। যদিও হাত থেকে বল ছুটে বারে গিয়ে আঘাত লাগে। পরবর্তীতে আবার বল হাতে নিয়ে নেন আর্জেন্টাইন গোলরক্ষক।  

৩৮তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন মেসি। ডি পলের দেওয়া পাস টেনে নিয়ে গোলরক্ষককে একা পেয়েও গোলপোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন আর্জেন্টাইন অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।