ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অনুশীলনে নেই তারিক কাজী; অনিশ্চিত আগামী ম্যাচে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
অনুশীলনে নেই তারিক কাজী; অনিশ্চিত আগামী ম্যাচে

গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামীকাল ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের উপর নির্ভর করছে সেমিফাইনাল।

এমন ম্যাচের আগেই দলের সঙ্গে অনুশীলনে নেই দলের ডিফেন্স লাইনের মূল ভরসা তারিক কাজী। আগামী ম্যাচে তার খেলা নিয়ে রয়েছে সংশয়।

ম্যাচের আগে দুই অনুশীলনে না থাকায় তারিক আগামীকাল থাকছেন না এটা অনেকটাই নিশ্চিত। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে শেষদিকে চোট পেয়েছিলেন তিনি। তার জায়গা বিশ্বনাথ অথবা রহমতকে দিয়ে পূরণ করার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।  

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ যখন ১-১ গোলে সমতা চলছিল, তখন ৬৭ মিনিটে লিড এনে দিয়েছিলেন তারিক কাজী। ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত মাঠে আর থাকতে পারেননি।

৮৩ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের বাজে ফাউলের শিকার হয়ে মাঠের বাইরে চলে যান তিনি। তার পরিবর্তে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা মাঠে নামান তরুণ মেহেদী হাসানকে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।