ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বাফুফের আর্থিক অনিয়মের তদন্ত শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
বাফুফের আর্থিক অনিয়মের তদন্ত শুরু

বাফুফেতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান নিয়ে হাইকোর্টের জারি করা ‍রুল তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার (৯ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

এরই প্রেক্ষিতে তদন্দের কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।  

আজ (১০ জুলাই) বাফুফে ভবনে এসেছিলেন তদন্ত কমিটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। শুধু তাই নয়, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে আলোচনাও করেন তারা। যদিও কী বিষয়ে আলাপ হয়েছে সেটা তুলে ধরেননি গণমাধ্যমের কাছে।  

বাফুফে ভবনে সভা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং তদন্ত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘আমরা বাফুফের বিষয়ে তদন্ত করব। তাই ঘটনাস্থল সরেজমিনে দেখে আসলাম। তিনি (সালাউদ্দিন) যেহেতু প্রতিষ্ঠানের প্রধান এবং উপস্থিত ছিলেন তার সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। ’
 
মূলত সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আর্থিক অনিয়মের কারণে ফিফা কর্তৃক নিষিদ্ধ হওয়ার পরপরই বাফুফের ওপর দুর্নীতির অভিযোগ ওঠে। সেজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। নির্দিষ্ট সময়ের ভেতরই তদন্ত শেষ হবে বলে জানান তদন্ত কমিটির আহ্বায়ক।

তিনি বলেন, ‘বাফুফের কাছে কিছু কাগজপত্র চেয়েছি। আমরা একটি রূপরেখার মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তদন্ত কার্যক্রম সম্পন্ন করব। ’

ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহসহ দুইজন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।