ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ছোটনকে মিস করছেন সাবিনারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
ছোটনকে মিস করছেন সাবিনারা

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। কোচ গোলাম রব্বানী ছোটনকে ছাড়া এই প্রথম ম্যাচ খেলতে নামেন তারা।

ম্যাচের আগে কোচকে মিস করছেন বলে জানিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ ছোটনের প্রসঙ্গ আসতেই তিনি বলেন কোচকে মিস করছেন তারা। তবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে করেন সাবিনা। তিনি বলেন, ‘বাস্তবতাটা মানতে হবে, পেশাদার হিসেবে এটা মানতেই হবে আজ এখানে লিটু স্যার আছেন, কাল এখানে আপনিও থাকতে পারেন। ছোটন স্যারের সঙ্গে যেমন পারিবারিক একটা বন্ধনের মতো ছিল, তিনি মেয়েদের প্রতি কেয়ারিংও ছিলেন, স্যারকে মিস করব সেটা স্বাভাবিক, তবে বর্তমান যে পরিস্থিতিটা আছে সেটাও খুব খারাপ নয়। ’ 

‘দীর্ঘদিন ধরে লিটু স্যার আমাদের সঙ্গেই আছেন। শুরু থেকেই ছোটন স্যার আর লিটু স্যার সঙ্গে ছিলেন। ওভারল আমার মনে হয় পেশাদার খেলোয়াড়দের এটা জীবনেরই একটা অংশ, সেটা মেনে নেবে আর মেনে নিতেই হবে। ’

দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার নেই। তাদের বিপক্ষে লড়াইটা তাই কঠিন হবে বলে মনে করেন সাবিনা। তিনি বলেন, ‘সবকিছু ওভারকাম করা আমাদের জন্য একটু কঠিন হবে। কারণ যেহেতু আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। তবে মাঠে তো নামব অবশ্যই দেশের সম্মান রক্ষার্থে। নেপাল যেহেতু সাফে আমাদের কাছে হেরেছে, সেহেতু তাদের একটা বড় লক্ষ্য থাকবেই আমাদের যে করেই হোক তারা হারাবে। ওদের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি, আমাদের জন্যও প্রায় একই, যেহেতু জিতে এসেছি, যত সমস্যাই থাকুক না কেন দলের ভেতর, জয়ের ধারাটা ধরে রাখার লক্ষ্যই থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।