ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

কিছুদিন আগেই আফগানিস্তান ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক ভেরিফাইড পেজে জানায়, সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে এই ব্যাপারে ওই সময় চূড়ান্ত কোনও ঘোষণা দেওয়া হয়নি।

আজ (৭ আগস্ট) সোমবার তারা নিশ্চিত করলো প্রীতি ম্যাচ খেলার কথা।  

৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। বাফুফের সহসভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সোমবার সকালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে এই ফিফা ফ্রেন্ডলি দুটি ম্যাচের ভেন্যু এখনো ঠিক করতে পারেনি বাফুফে।

বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ ভিডিও বার্তায় বলেছেন,  ‘আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবো আমরা। ভেন্যুর বিষয়টি পরে জানানো হবে। বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে এই দুটি ম্যাচ খেলা হচ্ছে। ’

সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা রয়েছে। মাঠ ভালো না বলে সিলেটে খেলতে জাতীয় দলের ফুটবলারদের আপত্তি রয়েছে। এরই মধ্যে সেই আপত্তির কথা কয়েকজন ফুটবলার জানিয়েও দিয়েছেন বাফুফে সভাপতিকে। যে কারণে প্রতিপক্ষ ও তারিখ নির্ধারণ হলেও চূড়ান্ত হয়নি ম্যাচের ভেন্যু।

বাফুফে বিকল্প হিসেবে ভাবছে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম ও ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনার কথা। এর মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনা আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অনুমোদন পেলে সেখানে হতে পারে ম্যাচ দুটি। অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচটি চট্টগ্রাম এমএ স্টেডিয়ামে করা যায় কি না তা নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে বাফুফে।

বাফুফের একটি প্রতিনিধি দল সহসাই চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করে সেখানে আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাব্যতা খতিয়ে দেখবে।

কোচ হাভিয়ের কাবরেরা ৯ আগস্ট দেশে আসবেন এবং তারপরই ভেন্যু নিয়ে সিদ্ধান্ত হবে। ২০ আগস্ট থেকে শুরু হবে খেলোয়াড়দের ক্যাম্প।

২৮ আগস্ট আফগানিস্তান দল বাংলাদেশে পা রাখবে। দুই ম্যাচ খেলার আগে সপ্তাহব্যাপী চলবে তাদের ক্যাম্প।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ০৭ আগস্ট, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।