ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শারজাহর পথে বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
শারজাহর পথে বসুন্ধরা কিংস

এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্ব খেলতে আজ (১২ আগস্ট) শনিবার সকাল ৯টা ৩০ মিনিটের ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বসুন্ধরা কিংস। শারজাহ স্টেডিয়ামে ১৫ আগস্ট শারজাহ এফসির মুখোমুখি হবে তারা।

প্রথমবারের মতো এই আসরে খেলে একটা নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ব্রুজনের শিষ্যরা।

বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্ব খেলতে যাবে কিংস। এমন একটা ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় ফুটবলাররা। প্রত্যাশা জয় নিয়ে নতুন এক ইতিহাস গড়ার।

শারজাহ এফসিতে আছেন বার্সার সাবেক তারকা মিরালেম পিয়ানিচ, স্প্যানিশ পাকো আল কাসার, রোমা সেন্টারব্যাক কস্তার মোনালাস। তবে চ্যালেঞ্জিং হলেও প্রতিপক্ষের চোখে চোখ রেখে জবাব দিতে প্রস্তুত কিংসরা।

নতুন ইতিহাস গড়ার মঞ্চে দারুণ কিছু করার স্বপ্ন চোখেই আজ কিংসের ফুটবলাররা দেশ ছাড়ছেন আরব আমিরাতের উদ্দেশে। ক্লাব সভাপতি ইমরুল হাসানের কণ্ঠেও ইতিবাচক বার্তা, ‘প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাব এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলতে যাচ্ছে। এটা শুধু বসুন্ধরা কিংসের জন্য নয়, বাংলাদেশের ফুটবলের জন্যও গর্বের ব্যাপার। বাংলাদেশের ফুটবল যে এগোচ্ছে, তার স্বাক্ষর বহন করছে। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে। ক্লাব পরিচালনায় যারা আছি, আমরাও চেষ্টা করেছি তাদের সব ধরনের সহযোগিতা করতে। সামগ্রিক কর্মকাণ্ডের ফসল হিসেবে শারজা এফসির বিপক্ষে একটা ইতিবাচক ফলই আমরা আশা করছি। ’

কিংসকে চারটি ঘরোয়া লিগ শিরোপা জেতানো, তিনটি এএফসি কাপে কোচের দায়িত্বে থাকা অস্কার ব্রুজোনও রোমাঞ্চিত নতুন চ্যালেঞ্জের আগে, ‘নতুন একটা টুর্নামেন্টে যাচ্ছি আমরা। জানি, বসুন্ধরা কিংসকে নিয়ে এ দেশের মানুষের অনেক প্রত্যাশা। এও জানি যে আমাদের প্রতিপক্ষ কতটা কঠিন। তারপরও বলব, বাংলাদেশের ফুটবলকে তুলে ধরতে, বসুন্ধরা কিংসকে এশিয়ান ফুটবল মানচিত্রে একটা অবস্থান তৈরি করে দেওয়ার জন্য আমরা লড়ব। ’

কিংসের সামনে তারা পরিষ্কার ফেভারিট মানছেন ব্রুজোন, ‘এই ম্যাচে তারাই ফেভারিট এবং হতে পারে বসুন্ধরা কিংসকে ততটা শক্ত প্রতিপক্ষ তারা মনে করছে না। আমরা কী করতে পারি, সেটা আমাদের করে দেখাতে হবে মাঠের ৯০ মিনিটেই। ’ সেই ৯০ মিনিট লড়াইয়ের জন্য যে তৈরি, দলের স্প্যানিশ কোচ সেটিও বুঝিয়েছেন প্রতিপক্ষকে বিশ্লেষণ করতে গিয়ে, ‘ওরা পরিষ্কার ৪-৩-৩-এ খেলে। প্রতিপক্ষের অর্ধে গিয়ে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। প্রতিটি পজিশনে বলা যায়, ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো ফুটবলার ওদের আছে। তবে আমরা ওদের খেলায় দুর্বলতাও দেখেছি, সেটা ডিফেন্সে। অবশ্যই আমরা এর সুযোগ নেওয়ার চেষ্টা করব। ’

১৫ আগস্ট বাছাই পর্বে শারজাহ এএফসির বাধা টপকাতে পারলে ইরানের ক্লাব ট্রাক্টরকে প্রতিপক্ষ হিসেবে পাবে কিংস।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।