ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন রিয়াল মিডফিল্ডারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন রিয়াল মিডফিল্ডারের

গ্রীষ্মকালীন দলবদলে আর্দা গুলেরকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চোটের কারণে এখনও এই মৌসুমে মাঠা নামা হয়নি তার।

সমস্যা সারাতে ইতোমধ্যে হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে। যে কারণে লম্বা সময় থাকতে হবে মাঠের বাইরে অ্যাটাকিং এই মিডফিল্ডারকে।

তুর্কিশ ক্লাব ফেনেরবাচ থেকে ছয় বছরের চুক্তিতে গত মাসে রিয়াল মাদ্রিদে যোগ দেন গুলের। ক্লাবের সঙ্গে তিনি যান যুক্তরাষ্ট্রের প্রাক-মৌসুম সফরে। সেখানে গিয়ে অনুশীলনেই হাঁটুর চোটে পড়েন। পরে ফিরে আসতে হয় মাদ্রিদে। আজ অস্ত্রোপচার সম্পন্ন হয় তার।

ওয়েবসাইটে বিবৃতি দিয়ে রিয়াল মাদ্রিদ অস্ত্রোপচার হওয়ার কথা জানায়। তবে তিনি কখন ফিরবেন, তা জানানো হয়নি। স্প্যানিশ গণমাধ্যম বলছে, কমপক্ষে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।  

মৌসুম শুরু না হতেই রিয়ালের আরও দুই তারকা চোটে পড়ে মাঠের বাইরে রয়েছেন। গোলরক্ষক থিবো কোর্তায়া ও ডিফেন্ডার এদার মিলিতাও হাঁটুতে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন। অস্ত্রোপচার করা হবে তাদেরও।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।