ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সৌদি প্রো লিগের পরিবর্তন

কৃতিত্বটা ‘পাগল’ রোনালদোকেই দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
কৃতিত্বটা ‘পাগল’ রোনালদোকেই দিলেন নেইমার

পথটা দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর একে একে ভিড় করেন নামীদামী সব তারকা।

ইউরোপের কোনো ক্লাব নয়, বরং এবারের গ্রীষ্মকালীন দলবদলের বাজার কাঁপাচ্ছে সৌদি ক্লাবগুলো। যার সবশেষ সংযোজন নেইমার। প্রায় ১০০ মিলিয়ন ডলারে দুই বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শুধু তা-ই নয়, বছরে পারিশ্রমিক পাবেন ১০০ মিলিয়ন ইউরোর বেশি। সৌদি লিগের এমন আমূল পরিবর্তনের পেছনে ‘পাগল’ রোনালদোকেই কৃতিত্ব দিলেন তিনি।

কাতার বিশ্বকাপের গত ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়ে চমকে দেন রোনালদো। এরপর তারকা ফুটবলারদের ভেড়াতে প্রায় ৬০ কোটিরও বেশি ইউরো খরচ করেছে সৌদি ক্লাবগুলো। ইউরোপিয়ানরাও তাদের সমীহ করছে এখন।

নেইমার বলেন, ‘আমি বিশ্বাস করি ক্রিস্টিয়ানো রোনালদো এসব শুরু করেছে, তখন সবাই তাকে পাগল এবং এটা-ওটা বলতে লাগল। আজ দেখুন এই (সৌদি) লিগ বড় থেকে বড় হয়ে উঠছে। এই গ্রীষ্মের দলবদলের পর লিগটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। কারা কারা আসছে, সেই নামগুলো দেখুন না। আমি বিশ্বাস করি, প্রতিদ্বন্দ্বিতা অনেক গুরুত্বপূর্ণ। আর এ কারণেই এই লিগে যোগ দিয়েছি। চ্যালেঞ্জ আমাকে এগিয়ে নেয়। আমি এখানে এসেছি লিগটাকে আরও ওপরে নিয়ে যেতে। ’

সৌদি লিগে রোনালদো-বেনজেমাদের বিপক্ষে লড়াই করতে মুখিয়ে আছেন নেইমার, ‘নতুন গল্প লেখার সুযোগ পেয়ে আমি বেশ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গী করে এই ক্লাবের সব লক্ষ্য পূরণে ঝাঁপিয়ে পড়ে ট্রফির পর ট্রফি জিততে চাই। আমি এ নিয়ে বেশ রোমাঞ্চিত। অন্য দলের খুবই উঁচুমানের খেলোয়াড়দের বিপক্ষে খেলাটা বেশ রোমাঞ্চকর। বিপক্ষ দলে উঁচুমানের খেলোয়াড় থাকাটা আপনাকে আরও ভালো খেলতে প্রেরণা জোগায়। আপনি যখন রোনালদো, বেনজেমা, ফিরমিনোদের বিপক্ষে খেলবেন, তখন রোমাঞ্চের মাত্রাটা আরও বেড়ে যায়। তাই এই লিগে যোগ দিতে পেরে আমি খুশি। তাঁদের বিপক্ষে খেলাটা দারুণ ব্যাপার হবে। ’

নেইমারের বিশ্বাস ব্রাজিলিয়ানরাও এখন থেকে সৌদি লিগের খোঁজখবর রাখবেন, ‘ব্রাজিলের প্রচুর মানুষ এই লিগের খেলা দেখবে বলেই আমার বিশ্বাস। আমি আশা করছি, সব ব্রাজিলিয়ান ও অন্য সবাই এই লিগটার খোঁজখবর রাখবেন ও আল হিলালকে সমর্থন দেবেন। সবাইকে জানিয়ে দিতে চাই তাদের উপভোগের জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করে যাব। আমাদের লক্ষ্য সব শিরোপা জয়। ’

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।