ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

জাপানি মিডফিল্ডার এন্দোকে দলে ভেড়াল লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
জাপানি মিডফিল্ডার এন্দোকে দলে ভেড়াল লিভারপুল

এর আগে খুব করে মোইসেস কাইসেদোকে দলে টানতে চেয়েছিল লিভারপুল। কিন্তু তাকে উড়িয়ে নিয়ে গেল চেলসি।

তার বদলেই এবার জাপানের ওয়াতারু এন্দোকে দলে ভেড়াল অল রেডসরা। জার্মান ক্লাব স্টুটগার্ট থেকে তাকে দলে টেনেছে ক্লাবটি।  

আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে লিভারপুল। যেখানে উল্লেখ করা হয়নি চুক্তির বিষয় এবং ট্রান্সফার ফি। তবে বিবিসি বলছে, জাপানিজ এই মিডফিল্ডারকে দলে আনতে লিভারপুলের খরচ হয়েছে ১ কোটি ৯০ লাখ ইউরো। চার বছরের চুক্তিতে দলে নেওয়া হয়েছে তাকে।

বেলজিয়ান ক্লাব সিন্ট ট্রুইডেন্স থেকে ২০১৯ সালে ধারে স্টুটগার্টে যোগ দেন এন্দো। এরপর ক্লাবটিতে থেকে যান স্থায়ীভাবে। জার্মান এই ক্লাবের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৩ ম্যাচে ১৫টি গোল করেন তিনি। এছাড়া জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৫০ ম্যাচ।

চলতি দলবদল মৌসুমে মিডফিল্ডার ফাবিনিও চলে যাওয়ার পর তার বদলি হিসেভে কাইসেদোকে খুঁজে নেয় লিভারপুল। তাকে দলে ভেড়াতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সঙ্গে সমঝোতায়ও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত এই মিডফিল্ডার বেছে নেন চেলসিকে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।