ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেইমার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেইমার

২০২২ বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে অনুপস্থিত ছিলেন নেইমার জুনিয়র। এরপর চোটে পড়ে মাঠের বাইরেই সময় কেটেছে তার।

অবশেষে ব্রাজিল দলে ফিরছেন এই সাবেক পিএসজি ফরোয়ার্ড।  

আগামী মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ হবে বলিভিয়ায় এবং চার দিন পর অন্যটি পেরুর মাটিতে। এই দুই ম্যাচের প্রাথমিক দলে নেইমারকে রেখেছেন সেলেসাওদের নতুন কোচ ফের্নান্দো দিনিজ।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য গতকাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। কয়েকদিন আগেই পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমারের সঙ্গে ব্রাজিলের আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। আছেন টটেনহাম তারকা রিচার্লিসনও।

মাঝমাঠে আগের মতোই থাকছেন অন্যতম প্রধান ভরসা কাসেমিরো। তার সঙ্গে আরও আছেন নিউক্যাসলের দুই ফুটবলার জোয়েলিংতন ও ব্রুনো গুইমারেজ। তবে জায়গা হয়নি লুকাস পাকেতার। যদিও ব্রাজিল কোচ তাকে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ওয়েস্টহ্যামের এই মিডফিল্ডারের বিরুদ্ধে বাজি সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করেছে ফিফা। এরপর তাকে বাদ রেখেই সাজানো হয়েছে ব্রাজিলের স্কোয়াড।

রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকবেন দানিলো, মার্কিনিওস, রেনান লদির মতো তারকারা। তিন গোলরক্ষকের দুজন- লিভারপুলের আলিসন ও ম্যানচেস্টার সিটির এদেরসন। তাদের সঙ্গে আছেন আতলেতিকো প্যারানায়েন্সের গোলরক্ষক বেন্তো।  

কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে ভুলে যাওয়ার মতোই সময় কাটছে ব্রাজিলের। এখন পর্যন্ত তিনটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই হেরে গেছে তারা। এর মধ্যে মরক্কোর কাছে ২-১ গোলে এবং সেনেগালের কাছে তারা হেরেছে ৪-২ গোলে। জিতেছে কেবল গিনির বিপক্ষে, ৪-১ গোলে।  

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দল: 

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো প্যারানায়েন্স) 

রক্ষণভাগ: দানিলো (জুভেন্টাস), ভানদারসন (মোনাকো), রেনান লদি (মার্শেই), কাইও হেনরিক (মোনাকো), গাব্রিয়েল ম্যাগালহেইস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো (ফ্লুমিনেন্স)

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংতন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)

ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), অ্যান্থনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন)।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।