ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

রিয়াল ও সিটির জয়, পিএসজির ফের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
রিয়াল ও সিটির জয়, পিএসজির ফের হোঁচট

লা লিগায় প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। শুরুতে ধাক্কা খেলেও আলমেরিয়াকে ৩-১ গোলে হারায় লস ব্লাঙ্কোসরা।

জোড়া গোল করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় আলমেরিয়া। কিন্তু সেই লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ১৯ মিনিটে বেলিংহ্যামের গোলে সমতায় ফেরে রিয়াল। বিরতির পর এগিয়ে যায় বেলিংহ্যামের হাত ধরেই। ৬০ মিনিটে টনি ক্রুসের পাস থেকে দারুণ এক গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার। গোলের খাতায় দুইবার নাম লেখানোর পর এবার অ্যাসিস্ট করেন তিনি। তার পাস থেকে ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস জুনিয়র।

টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেড। ফিল ফোডেনের পাস থেকে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য জয়ের দেখা পায়নি। টটেনহ্যামের দাপুটে ফুটবলের কাছে ২-০ গোলে হারে তারা। ঘরের মাঠে স্পাররা দুটো গোলই পায় ম্যাচের দ্বিতীয়ার্ধে।

ফরাসি লিগ ওয়ানে আবারও হোঁচট খেয়েছে পিএসজি। তুলুসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। এই ম্যাচ দিয়েই স্কোয়াডে ফেরেন কিলিয়ান এমবাপ্পে। ৬২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়েও দেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে সেই পেনাল্টি থেকেই ম্যাচে সমতা ফেরায় তুলুস। তাই পরপর দুই ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো পিএসজিকে।

সৌদি প্রো লিগ

সৌদি প্রো লিগে এদিন রাজকীয়ভাবে ভক্তদের সঙ্গে নেইমারকে পরিচয় করিয়ে দিয়েছে আল হিলাল। কিন্তু মঞ্চটা জয়ে রাঙাতে পারেনি তারা। আল ফিহার সঙ্গে ড্র করে ১-১ ব্যবধানে। তবে জয় তুলে নিয়েছে করিম বেনজেমার আল ইত্তিহাদ। আল তাইয়িকে ২-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।

সিরি আ

গতকাল থেকে শুরু হয়েছে সিরি আ'র নতুন মৌসুম। যার শুরুটা চ্যাম্পিয়নের মতোই করেছে নাপোলি। নতুন আসা ফ্রসিনোনের বিপক্ষে জয় পায় ৩-১ গোলে। জোড়া গোল করেন গত মৌসুমে লিগ জেতানোর নায়ক ভিক্টর ওসিমেন। এছাড়া লওতারো মার্তিনেসের জোড়া গোলে মোঞ্জাকে ২-০ ব্যবধানে হারায় ইন্টার মিলান।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।