ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৭ করিন্থিয়ান্স সমর্থকের প্রাণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
সড়ক দুর্ঘটনা কেড়ে নিল ৭ করিন্থিয়ান্স সমর্থকের প্রাণ

প্রিয় দল করিন্থিয়াসের খেলা দেখেছিলে বাড়ি ফিরছেলিন। ওই মুহূর্তেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় সমর্থকবাহী বাস।

গতকাল রাতে এই দুর্ঘটনার পরই প্রাণ হারান সেখানে থাকা সাতজন সমর্থক।

ব্রাজিলিয়ান সেরি আয় দেশটির প্রদেশ মিনা জেরাইসের রাজধানী বেলো হরিজন্তে ক্রুজেইরোর বিপক্ষে মাঠে নামে করিন্থিয়াস। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। খেলা শেষে একটি বাসে মোট ৪৩জন সমর্থক ফিরছিলেন।

উদ্ধারকারী ফায়ারফাইটাররা জানায়, রাত ২টা ৫০ মিনিটের দিকে বাসটি ব্রেক ফেইল করে একটি খাদে পড়ে উল্টে যায়। সেখানে আহত হওয়া বাকি ৩৬ জনের মধ্যে ২৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এই দুর্ঘটনারয় করিন্থিয়ান্সের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছে ক্লাবটি। ব্রাজিলের অন্যান্য ক্লাবও শোক প্রকাশ করেছে মারাত্মক এই দুর্ঘটনায়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।