ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের আংশিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের আংশিক দল ঘোষণা

২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাই শুরু হচ্ছে শিগগিরই। নিজেদের প্রথম প্রতিপক্ষ হিসেবে আগামী ১২ অক্টোবর মালেতে প্রথম লেগে ও ১৭ অক্টোবর বসুন্ধরা কিংস অ্যারেনায় দ্বিতীয় লেগে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচগুলোকে সামনে রেখে ১৫ সদস্যের আংশিক দল ঘোষণা করেছে হাভিয়ের কাবরেরা।

আজ এই দুই ম্যাচের জন্য ১৫ জনের নাম প্রকাশ করেছেন বাংলাদেশের কোচ। বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে আগামী ২ অক্টোবর; বসুন্ধরা কিংস এএফসি কাপের ম্যাচ শেষ করার পর।

প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ডিফেন্ডার শাকিল হোসেন, মিডফিল্ডার জায়েদ আহমেদ ও ফরোয়ার্ড আরমান ফয়সাল। তিন ফুটবলারের মধ্যে জায়েদ ও আরমান গত মৌসুমে অবনমিত হওয়া আজমপুর ফুটবল ক্লাবের।  

একনজরে বাংলাদেশের ১৫ জনের আংশিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন
ডিফেন্ডার: ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, আলমগীর মোল্লা, রহমত মিয়া
মিডফিল্ডার: হৃদয়, জায়েদ আহমেদ,রবিউল হাসান, দীপক রয়, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, সাজ্জাদ হোসেন ও আরমান ফয়সাল।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।