ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফুলহ্যামের মাঠে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
ফুলহ্যামের মাঠে চেলসির জয়

গত মৌসুমের মতো এই মৌসুমও ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব চেলসির। একের পর এক ব্যর্থতার পর অবশেষে সফলতা পেল তারা।

টানা তিন ম্যাচ গোলহীন কাটানোর পর ফুলহামের বিপক্ষে গোল পেয়েছে তারা। জিতেছে ম্যাচও।

প্রিমিয়ার লিগে আজ ফুলহ্যামকে ২-০ ব্যবধানে হারিয়েছে চেলসি। দলের হয়ে গোল করেছেন মিখাইলো মুডরিক ও আরমান্ডো ব্রোজা। এই নিয়ে এবারের মৌসুমে সাত ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে ব্লুজরা।  

ম্যাচের ১৮তম মিনিটে চেলসিকে এগিয়ে নেন মিখাইলো মুডরিক। ৯ মাস আগে যোগ দেওয়ার পর চেলসির জার্সিতে এটা প্রথম গোল ইউক্রেনের এই তারকার। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন আলবেনিয়ান ফরোয়ার্ড আরমান্ডো ব্রোজা। প্রথমার্ধেই দুইটি গোল হওয়ার পর দ্বিতীয়ার্ধে আর কেউ পায়নি জালের দেখা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ের চেলসি।

সাত ম্যাচে মাত্র ২ জয় নিয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে চেলসি। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৮। দুইয়ে ও তিনে সমান ১৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টটেনহ্যাম হটস্পার্স ও আর্সেনাল। এক পয়েন্ট কম নিয়ে চারে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।