ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রতিপক্ষের মাঠে পয়েন্ট খোয়াল রোনালদোবিহীন আল নাসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
প্রতিপক্ষের মাঠে পয়েন্ট খোয়াল রোনালদোবিহীন আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া খেলতে নামা আল নাসর শুরুতেই খায় হোঁচট। ভুলের কারণে খেয়ে বসে গোল।

পরবর্তীতে সমতায় ফিরলেও আর ম্যাচ জেতা হয়নি তাদের। ফলে পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়তে হয় লুইস ক্রাস্তোর শিষ্যদের।  

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে আল নাসর। স্বাগতিকদের শুরুতেই এগিয়ে নেন আলিসের দালিলব। বিরতির পর নাসরকে সমতায় ফেরান আবদুল রহমান গারিব।

ম্যাচের ৩২তম মিনিটে আবদুল রহমানের ভুল পাস বক্সের সামনে পেয়ে বসেন ইসতিকললের আলিসের। বল পেয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি তিনি। তবে বিরতির পর ঠিকই সমতায় ফেরে আল নাসর। ভুল করা সেই আবদুল রহমানই ফেরান সমতায়। ৫০তম মিনিটে নাওয়াফের বাড়ানো বল সহজ শটে জালে পাঠান এই ফরোয়ার্ড।  

ড্র করলেও ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে এই পর্ব শেষ করেছে আল নাসর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ে ১ নম্বর পটে থাকবে তারা।  

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।