ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

ওড়িশার পথে বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
ওড়িশার পথে বসুন্ধরা কিংস

ভারতের ক্লাব ওড়িশা এফসির বিপক্ষে খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশের জায়ান্ট বসুন্ধরা কিংস। আজ ভোর পাঁচটায় ওড়িশার উদ্দেশে দেশ ছাড়ে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১১ ডিসেম্বর মুখোমুখি হবে দুই দল। দুই দলের জন্য ম্যাচটি অলিখিত ফাইনাল। ইন্টার জোনাল সেমিফাইনালে খেলতে হলে কিংসের প্রয়োজন একটি ড্র। এই ম্যাচকে ক্লাবের ইতিহাসেরই সবচেয়ে বড় ম্যাচ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে উল্লেখ করেছে ওড়িশা।  

২০১৪ সালে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর সময় জন্ম ক্লাবটির, এই প্রথম খেলছে এএফসি কাপে। সেখানে তারা কিংসের বিপক্ষে এমন একটা ম্যাচের সামনে দাঁড়িয়ে, যে ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসরের ইন্টার জোনাল সেমিফাইনালেও উঠে যাবে তারা। সেই একই হাতছানি কিংসের সামনেও।

তবে পার্থক্য হলো কিংস এর আগেও অনেকটা এমন সমীকরণের সামনে দাঁড়িয়েছে। নির্দিষ্ট করে বললে দুইবার। সেই দুইবারই বাধার পাঁচিল তুলে দিয়েছিল ভারতের ক্লাব মোহনবাগান। করোনাকালে কেন্দ্রীয় ভেন্যু ছেড়ে এ বছর এএফসি কাপ হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে ফিরতেই ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এর মধ্যেই মোহনবাগান বাধা পেরিয়ে গেছে অস্কার ব্রুজোনের দল।  

১১ ডিসেম্বরের ম্যাচে ড্র করলেও ওড়িশাকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইন্টারজোনাল সেমিফাইনালে খেলবে বসুন্ধরা কিংস। তাদের সামনেও তাই প্রথমের হাতছানি। এবারের সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চায় না কিংস। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ম্যাচ পরিকল্পনা নিয়েও খুব সতর্ক ব্রুজোন। গতকালও কিংস অ্যারেনায় রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমেরও মুখোমুখি হতে চাননি, বাড়তি চাপ এড়াতেই হয়তো। দলের সেরা খেলোয়াড় রবসন রবিনহো মাজিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেননি চোটের কারণে। তবে যতটুকু জানা গেছে, চোট কাটিয়ে দলের সঙ্গেই অনুশীলন করেছেন ব্রাজিলিয়ান তারকা। ওড়িশায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তার নামার সম্ভাবনাও রয়েছে।

কিংস আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। কোনো কিছুই এবার তাদের সামনে বাধা হতে পারছে না। কয়েকজন ফুটবলারকে নিষিদ্ধ করেও তারা একের পর এক ম্যাচ জিতে এখন শুধু একটি ড্রয়ের অপেক্ষায়। তা ছাড়া আরো দুই ব্রাজিলিয়ান দরিয়েলতন গোমেজ ও মিগেল ফিগেইরাও আছেন দারুণ ছন্দে। ওড়িশার মাঠে তারাই ব্রুজোনের বাজি।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।