ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

শেষ ম্যাচে এন্টওয়ার্পের কাছে হেরেও গ্রুপসেরা বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
শেষ ম্যাচে এন্টওয়ার্পের কাছে হেরেও গ্রুপসেরা বার্সা

পরের পর্বে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই, গ্রুপসেরা হওয়ার সম্ভাবনাটাও ছিল বেশ। জাভি হার্নান্দেজ তাই বেঞ্চের শক্তিই পরখ করে দেখলেন।

কিন্তু তাতে হোঁচটই খেয়েছে তার দল। রয়্যাল এন্টওয়ার্পের বিরুদ্ধে দুবার পিছিয়ে সমতায় ফেরে তারা। কিন্তু শেষ মুহূর্তের গোলে স্মরণীয় জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শেষ করে আগেই বিদায় নিশ্চিত হওয়া এন্টওয়ার্প।

বুধবার রাতে প্রতিপক্ষের মাটে এন্টওয়ার্পের কাছে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। তবে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের সেরা তারাই। শাখতারের বিপক্ষে শেষ ম্যাচে ৫-৩ গোলে জিতিয়ে দ্বিতীয় হয়ে পরের পর্বে গেছে পোর্তো, তাদেরও পয়েন্ট ১২। তৃতীয় স্থানে থেকে ইউরোপা খেলবে শাখতার।

ঘরের মাঠে এন্টওয়ার্পের বিপক্ষে বড় জয় পাওয়া বার্সা ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে যায়। আর্থুর ভেরমিরেনের গোলে এগিয়ে যায় এন্টওয়ার্প। বার্সার রক্ষণের ভুল বুঝাবুঝিতে বল পেয়ে গোল করেন তিনি।

ম্যাচের সময় গড়াতে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় বার্সেলোনা। ৩৫তম মিনিটে এসে ম্যাচে সমতাও টানে তারা। লামিনে ইয়ামালের দুই ডিফেন্ডারকে ফাঁকি দেওয়া পাসে দারুণভাবে বল জালে জড়ান ফেরান তোরেস, পোস্টে লেগে বল জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচ বেশ জড়ে ওঠে। ইয়ানসেন জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। পরে ৫২তম মিনিটে বার্সেলোনার ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে আসে।

এরপর বার্সেলোনার জন্য দুর্ভাগ্যই হয়ে এসেছিল সার্হিও রবের্তোর লাল কার্ড। কেইতাকে ফাউল করায় শুরুতে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তবে পরে ভিএআরে সিদ্ধান্তে বদলে হলুদ কার্ড হয়।

খানিক বাদেই অবশ্য আবারও গোল খেয়ে বসে বার্সা। রোমেউ বক্সের বাইরে হাসান ইউসুফের কাছে বল হারিয়ে ফেলেন। তার পাস থেকে এন্টওয়ার্পকে এগিয়ে নেন ইয়ানসেন।

দ্বিতীয় গোল হজমের পর তিনটি পরিবর্তর করেন জাভি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নাটক জমে যায় আরও। প্রথম মিনিটে ফ্রি কিক থেকে হেডে মার্ক গিউ সমতা ফেরান। কিন্তু পরের মিনিটেই লিনিখেনা পাল্টা আক্রমণ থেকে স্কোরলাইন করেন ৩-২। স্মরণীয় এক জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শেষ হয় বেলজিয়ান ক্লাব এন্টওয়ার্পের।

এদিকে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ড্র করে পরের পর্বে চলে গেছে পিএসজি। জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন, হারলে বিদায় এমন সমীকরণে মাঠে নেমে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে তারা। ডর্টমুন্ড গ্রুপ চ্যাম্পিয়ন ও পিএসজি হয়েছে রানার্স আপ।  

বাংলাদেশ সময় : ১০৩৮ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০২৩
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।