স্বাধীনতা কাপ দিয়ে শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। আগামীকাল ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় সেমিফাইনালের লড়াইয়ে আবাহনীর বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস।
এএফসি কাপ থেকে বিদায় নিয়ে আগামীকাল প্রথম ম্যাচ খেলতে নামবে বসুন্ধরা কিংস। তবে এএফসি কাপের ফলাফল নিয়ে ভাবেছেন না বলে জানিয়েছেন দলের অন্যতম সেরা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তিনি বলেন, ‘এএফসি কাপ নিয়ে আমরা ভাবছি না। যে খেলা চলে গেছে সেটা নিয়ে ভাবার সুযোগ নেই। আগামীকাল বড় ম্যাচ আমাদের লক্ষ্য নিজেদের সেরাটা দিয়ে ফাইনাল নিশ্চিত করা। আমরা আসরের শিরোপা ধরে রাখতে চাই। ’
একসময় আবাহনী-মোহামেডানের ম্যাচ ঘরোয়া ফুটবলে উত্তেজনা ছড়ালেও সেখানে ভাগ বসিয়েছে বসুন্ধরা-আবাহনী দ্বৈরথ। তবে প্রতিপক্ষ নিয়ে বাড়তি চাপ নিচ্ছেন না বলে জানিয়েছেন বিশ্বনাথ। তিনি বলেন, ‘আসলে এটা ঠিক আবাহনী-মোহামেডানের মত বসুন্ধরা-আবাহনীর লড়াইও এখন ডার্বির মতই। তবে আমরা এটা নিয়ে বাড়তি চাপ নিচ্ছি না। তারা শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে চাই। ’
একই সুর বসুন্ধরা কিংসের সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানীর কণ্ঠেও। তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন দল। আগামীকাল আমাদের প্রতিপক্ষ দেশের আরেকটি সেরা দল। তাদের বিপক্ষে খেলতে আমরা প্রস্তুত। আমরা আসরের শিরোপা ধরে রাখতে চাই। ’
নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন তপু বর্মন এবং নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো। দলের সঙ্গে অনুশীলনও করেছেন। তবে এবারের আসরে এই দুই ফুটবলারকে দলে নাও দেখা যেতে পারে। জিলানী বলেন, ‘জিকো-তপু খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। এটা সবাই জানে। তারা দলে ফিরেছে। তবে আগামী ম্যাচে তাদের দলে নাও দেখা যেতে পারে। তাদের ফিটনেস নিয়ে কাজ চলছে। ফিটনেস না ফিরে পাওয়া পর্যন্ত তাদের মাঠে নামানো হবে না। ’
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এআর/এএইচএস