ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

মৌসুমের প্রথম শিরোপার পথে বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
মৌসুমের প্রথম শিরোপার পথে বসুন্ধরা কিংস

স্বাধীনতা কাপের ফাইনালে দেশের ফুটবলের দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল জায়ান্ট বসুন্ধরা কিংস ও ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান।

স্বাধীনতা কাপে তিনবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব।

অন্যদিকে সর্বশেষ তিন আসরেই ফাইনাল খেলেছে কিংস। চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। কিংস কি পারবে তৃতীয়বার উৎসবে মাতোয়ারা হতে, নাকি মোহামেডানের ঝুলিতে যোগ হবে আরেকটি শিরোপা? সেটা জানা যাবে আজ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। দুপুর পৌনে দুইটায় গড়াবে ম্যাচটি।

সেমিফাইনালে আবাহনীকে বিধ্বস্ত করে ফাইনালে এসেছে বসুন্ধরা কিংস। ৪-০ গোলে জয়ের ম্যাচে উজ্জ্বল নৈপুণ্য দেখিয়েছিলেন কিংসের বিদেশিরা। সাদা-কালো দলের কোচ আলফাজ আহমেদ তাই জানেন ম্যাচটা কতটা কঠিন হবে।

তবে নিজেদের ওপর বিশ্বাস রেখে আশাও দেখছেন সাবেক এই তারকা ফুটবলার, ‘কিংস কেমন দল সবাই ভালো করে জানে। আবাহনীকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল খেলছে। এমন শক্তিশালী দলের বিপক্ষে জেতা একটু কঠিন। তবে ম্যাচের দিন যেকোনো কিছু হতে পারে। আমরা যদি সেরা ফুটবল খেলতে পারি তাহলে দিনটি আমাদেরও হতে পারে। ’ 

গত মৌসুমে ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসকে হারিয়েছিল মোহামেডান। এরপর আবাহনীকে হারিয়ে শিরোপা উৎসবও করেছিল। গেলবারের জয় থেকে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন আলফাজ, ‘আমরা কিংসকে ফেডারেশন কাপে হারিয়েছিলাম। সেই প্রেরণা নিয়ে আবারও জিততে চাই। ’

দেশের শীর্ষ ফুটবলে নাম লেখানোর পর থেকেই মাঠের লড়াইয়ে একক আধিপত্য বসুন্ধরা কিংসের। বেশিরভাগ শিরোপাই গেছে কিংসের ঘরে। জিতেছে টানা চারটি লিগ শিরোপা। এ ছাড়া ফেডারেশন কাপেও চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। কিন্তু এই মোহামেডানের বিপক্ষে জিততে হলে সেরা ফুটবলের বিকল্প নেই, বলছেন কিংস কোচ অস্কার ব্রুজোন, ‘ওরা (মোহামেডান) বড় ম্যাচের অভিজ্ঞতাসম্পন্ন দল। কাপ টুর্নামেন্টে সাফল্য পেয়েছে অনেক এবং আমার কাছে মনে হয়, শিরোপা ধরে রাখতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। ’

শিরোপা জিতে মৌসুম শুরুর প্রত্যয় রাকিব হোসেনেরও। কিংসের এই তারকা ফরোয়ার্ড বলেন, ‘অবশ্যই শিরোপা জিতে মৌসুম শুরু করার লক্ষ্য আমাদের। মোহামেডান ঐতিহ্যবাহী দল। ওরাও জিততে চাইবে। ওদের স্কোয়াডও বেশ ভালো। ম্যাচ কঠিন হবে, তবে আমরা আমাদের সেরাটা খেলে চ্যাম্পিয়ন হতে চাই। ’

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩ 
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।