গ্রুপ পর্ব শেষে আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন লিগের নকআউট পর্বের লড়াই। সুইজারল্যান্ডের নিয়নে আজ হয়ে গেল শেষ ষোলো রাউন্ডের ড্র।
গত দুই আসরে বার্সা পেরোতে পারেনি গ্রুপ পর্ব। কিন্তু এবার ঠিকই নকআউটে উঠেছে তারা। তাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। অন্যদিকে গ্রুপ রানারআপ হয়ে শেষ ষোলোয় পা রাখে নাপোলি। চ্যাম্পিয়ন লিগে এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৯-২০ মৌসুমে শেষ ষোলোর সেই লড়াইয়ে নাপোলিকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বার্সা।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ডেনমার্কের চ্যাম্পিয়ন কোপেনহেগেন এফসিকে। সিটির মতোই গ্রুপ পর্বে ৬ ম্যাচের সবকটিতে জিতে আসা রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে জার্মান ক্লাব আরবি লাইপজিগের।
গত আসরের রানারআপ ইন্টার মিলান লড়বে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইতালিয়ান ক্লাব লাৎসিও। ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজিকে এবার নকআউট পর্বে উঠতে বেশ কাঠখড় পোহাতে হয়েছে। গ্রুপ রানারআপ হওয়া দলটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গ্রুপ ডি চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদকে। এছাড়া পিএসভির বিপক্ষে বরুশিয়া ডর্টমুন্ড ও এফসি পোর্তোর বিপক্ষে লড়বে আর্সেনাল।
আগামী ১৩, ১৪, ২০, ২১ ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগ। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ৫,৬, ১২ ও ১৩ মার্চ।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এএইচএস