ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

মেসির শৈশবের ক্লাবের মুখোমুখি মায়ামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
মেসির শৈশবের ক্লাবের মুখোমুখি মায়ামি

শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের সঙ্গে দেখা হচ্ছে লিওনেল মেসির। তবে দলের হয়, তিনি খেলবেন প্রতিপক্ষ হিসেবে।

প্রীতি ম্যাচে আগামী বছরের ফেব্রুয়ারিতে আর্জেন্টাইন ক্লাবটির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। গতকাল বিষয়টি নিশ্চিত করে দুই ক্লাবই।  

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখ মুখোমুখি হবে দুই দল। ম্যাচটিতে প্রথমবারের মতো শৈশবের ক্লাব নিওয়েলসের বিপক্ষে খেলতে দেখা যাবে মেসিকে। এই ক্লাবের হয়েই ফুটবলের যাত্রা শুরু করেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

নিওয়েলসের হয়ে ১৩ বছর বয়স পর্যন্ত খেলেছিলেন মেসি। পরবর্তীতে তিনি যোগ দেন বার্সেলোনায়। দীর্ঘ সময় ক্লাবটির হয়ে খেলার পর যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেখান থেকে গ্রীষ্মের দলবদল মৌসুমে যোগ দেন ইন্টার মায়ামিতে।  

মৌসুম শুরু করার আগে এই নিয়ে মোট ছয়টি প্রীতি ম্যাচ খেলবে মায়ামি। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে এল সালভাদর জাতীয় দলের বিপক্ষে, আগামী ১৯ জানুয়ারি। এরপর তারা দুটি ম্যাচ খেলবে সৌদি প্রো লিগের দুই ক্লাব আল হিলাল (২৯ জানুয়ারি) ও ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব আল নাস্‌রের (১ ফেব্রুয়ারি) বিপক্ষে ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।