বিশ্বকাপ জয়ের পর মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লিগে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
মেসি যোগ দেওয়ায় এই বছর ইন্টার মায়ামি ‘মেসি ইয়ার’ ঘোষণা দিয়েছে। তার পায়ের জাদুর ছোঁয়ায় রীতিমত বদলে গেছে ক্লাবটি। শুধু তাই নয়, নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছে তারা।
মেসি আসার পর ফুটবলের প্রতি যুক্তরাষ্ট্রের মানুষদের আগ্রহ বেড়েই চলছে। প্রায় প্রতি ম্যাচেই গ্যালারি থাকছে পরিপূর্ণ। যার ফলে খেলাধুলা ও আর্থিক দৃষ্টিকোণ নতুন এক পরিচিতি পাচ্ছে মায়ামি। নতুন পরিচিতি পাচ্ছেন মেসি। ৩৬ বছর বয়সে এখানে খেলতে এসে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারে পরিণত হয়েছিলেন তিনি।
এখনও সবচাইতে দামি ফুটবলার তিনিই। ট্রান্সফারমার্কেটের রিপোর্ট অনুযায়ীর্তমান সময়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের দাম ৩৬ মিলিয়ন ইউরো। দামি দশ ফুটবলারের তালিকায় রয়েছেন আরও দুই আর্জেন্টাইন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসির আর্জেন্টিনার সতীর্থ থিয়াগো আলমাদা। তার বাজার মূল্য ২৭ মিলিয়ন ইউরো।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
এআর/আরইউ