ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শীর্ষে থেকে বছর শেষ করল রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
শীর্ষে থেকে বছর শেষ করল রিয়াল

এভাবেও ফিরে আসা যায়!

না, রিয়াল মাদ্রিদের জন্য তা নতুন কিছু নয়। এভাবে প্রত্যাবর্তনের গল্প তারা অনেক লিখেছে।

কিন্তু প্রতিবারই তা নতুনের মতো লাগে। ১০ জন নিয়ে খেলেও গতকাল তারা আলাভেসকে হারিয়েছে ১-০ গোলে। তাতে লা লিগার শীর্ষে থেকেই বছর শেষ করলো তারা।

১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। তাদের টপকানোর সুযোগ ছিল মৌসুমের সবচেয়ে বড় চমক জিরোনার কাছে। কিন্তু রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। তাই পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দুই আছে ক্লাবটি।

আলাভেসের মাঠে শুরু থেকেই অচেনা ছিল রিয়াল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে  ডিফেন্ডার নাচো লাল কার্ড দেখলে পরিণত হয় ১০ জনের দলে। তাদের নখদন্তহীন আক্রমণভাগ শেষ পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস নেয় ম্যাচের যোগ করা সময়ে। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে বল জালে পাঠান লুকাস ভাসকেস। নাটকীয় জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে রিয়াল।  

ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি শেষ পর্যন্ত জয়টা আমাদের প্রাপ্য ছিল। লুকাস ভাসকেজ দুই ম্যাচে বক্সে নিজের কাজটা করেছে। আজ (গত রাত) গোল করেছে এবং ভিয়ারিয়ালের বিপক্ষে গোল বানিয়েছে। সে দেখতে ছোটখাটো মনে হলেও বিপজ্জনক। ’

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।