ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

শীর্ষে থেকে বছর শেষ করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
শীর্ষে থেকে বছর শেষ করল আর্জেন্টিনা

কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রেখেই বছর শেষ করল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জন্য বছরের শেষটা অবশ্য বেশ স্বস্তির।

কারণ ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ থেকেই নতুন বছর শুরু করবে ২০২২ বিশ্বকাপজয়ীরা।

গতকাল বছরের শেষ র‍্যাংকিং প্রকাশ করেছে ফিফা। যেখানে আগের মতোই শীর্ষে আছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এ বছর ১০ ম্যাচ খেলে ৯ ম্যাচে জয় তুলে নিয়েছে। শুধু ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের ম্যাচে তারা হেরে গেছে উরুগুয়ের কাছে। তবে পরের ম্যাচেই তারা বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে সেই ধাক্কা সামলে নেন লিওনেল মেসিরা।

র‍্যাংকিংয়ের দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ফ্রান্স ও ইংল্যান্ড। এরপরের স্থানগুলোতে আছে যথাক্রমে: বেলজিয়াম, ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, ইতালি এবং ক্রোয়েশিয়া। একাদশ্তম স্থানে আছে উরুগুয়ে। তবে শীর্ষ বিশে একটি পরিবর্তন হয়েছে। ১৪তম স্থানে উঠে এসেছে কলম্বিয়া। আর ১৫তম স্থানে নেমে গেছে মেক্সিকো।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভারত (১০২তম)। এছাড়া ১৬১তম স্থানে মালদ্বীপ, ১৭৫তম স্থানে নেপাল, ১৮৩তম স্থানে বাংলাদেশ এবং ১৮৪তম স্থানে আছে ভুটান।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।