ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

মেসিদের ক্লাবে যোগ দিলেন সুয়ারেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
মেসিদের ক্লাবে যোগ দিলেন সুয়ারেস

গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। এবার সেটিই সত্যি হলো।

পুরোনো ক্লাব বার্সেলোনার তিন সতীর্থ লিওনেল মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবার সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিলেন লুইস সুয়ারেস। এক মৌসুমের জন্য ক্লাবটির হয়ে খেলবেন তিনি।  

ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও ছাড়ার পর ফ্রি এজেন্ট হন সুয়ারেস। এরপরই আমেরিকান সকার ক্লাবটিতে যোগ দেন তিনি। মূলত মেসিদের জন্যই এই ক্লাবে যোগ দিয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। তিনি বলেন, ‘অসাধারণ বন্ধু ও খেলোয়াড়দের সঙ্গে ফের মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ’

বার্সেলোনা, নাসিওনাল, আয়াক্স, আতলেতিকো মাদ্রিদের হয়ে লিগ শিরোপা জেতা সুয়ারেসের দারুণ সময় কেটেছে ব্রাজিলে। লিগে দ্বিতীয় হওয়া গ্রেমিওর হয়ে ৩৩ ম‍্যাচে করেছেন ১৭ গোল। এই পারফরম‍্যান্সে সাবেক লিভারপুল স্ট্রাইকার ভোটে জিতেছেন সেরি আর বার্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।