৩৩ বছর পর নাপোলির লিগ শিরোপা জেতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভিক্টর ওসিমেনের। নাইজেরিয়ান ফরোয়ার্ডকে তাই হাতছাড়া করতে চায়নি ইতালির চ্যাম্পিয়নরা।
আগের চুক্তিতে ২০২৫ পর্যন্ত নাপোলিতে থাকার কথা ছিল ২৪ বছর বয়সী ওসিমেনের। তবে নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত খেলবেন এই ক্লাবের জার্সিতেই। বাড়ানো হয়েছে বেতনও। ইতালিয়ান গণমাধ্যমের খবর, আগের চেয়ে দ্বিগুণ বেতন পাবেন তিনি।
গত মৌসুম স্বপ্নের মতো কেটেছে ওসিমেনের। দলকে সিরি আ'র শিরোপা জেতানোর পথে ৩২ ম্যাচ খেলে করেছিলেন ২৬ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ৩১ গোল। যা তাকে এনে দেয় ইতালি ফুটবল অ্যাসোসিয়েশনের সেরা ফুটবলারের মুকুট। জিতেছেন আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের তকমাও। এছাড়া ব্যালন ডি'অরের শীর্ষ দশেও ছিল তার নাম।
চলতি মৌসুমেও ছন্দে আছেন ওসিমেন। লিগে ১৩ ম্যাচে করেছেন ৭ গোল।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এমএইচএম