ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

এভারটনকে হারিয়ে সেরা চারে সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এভারটনকে হারিয়ে সেরা চারে সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানচেস্টার সিটি। স্রোতের ধারার বিপরীতে গোল হজম করে পিছিয়ে পরে প্রথমার্ধে।

তবে দ্বিতীয়ার্ধে ঘুড়ে দাড়িয়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর স্থানে থাকল তারা।

২৯ মিনিটে বাঁ দিক থেকে ম্যাকনিলের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে ঠাণ্ডা মাথায় নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার জ্যাক হ্যারিসন।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সিটি। ৫৩ মিনিটে দলকে সমতায় ফেরান ফিল ফোডেন। সিলভার পাস পেয়ে অনেক দূর থেকে বুলেট গতির কোনাকুনি শটে কাছের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার। এরপর এভারটন মিডফিল্ডার আমাদু ওনানার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে সিটিকে এগিয়ে নেন আলভারেজ।

নিজেদের ভুলে ৮৬তম মিনিটে তৃতীয় গোলটি হজম করে এভারটন। বল ক্লিয়ার করতে ডি-বক্সের বাঁ দিকে বাইরে বেরিয়ে গেলেও ঠিকমতো শট নিতে পারেননি পিকফোর্ড। বল যায় ডিফেন্ডার ব্রানথোয়েটের পায়ে, কিন্তু তিনিও পারেননি দলকে বিপদমুক্ত করতে। তার থেকে বল কেড়ে নিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার সিলভা।

অন্যম্যাচে মৌসুমের শুর থেকে ভুগতে থাকা চেলসি এক ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে। ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট ১০ নম্বরে উঠেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। ১৩ মিনিটে চেলসিকে এগিয়ে দেন মাইখাইলো মুদ্রিক। প্রথমার্ধে যোগ করা সময়ে মাইকেল ওলিসে সমতা ফেরান প্যালেসকে। তবে ম্যাচের শেষদিকে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে চেলসির জয় নিশ্চিত করে দেন ননি মাদুয়েকে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।