ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ফুটবল

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন এখনও আছে এমবাপ্পের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন এখনও আছে এমবাপ্পের

প্রায় নিয়মিতই কিলিয়ান এমবাপ্পের দলবদল নিয়ে উঠে আসে নতুন নতুন আলাপ। তবে বছর, মৌসুম গড়িয়ে যায়; সমাধান হয় না এই দলবদলের।

শেষ অবধি নানা নাটকীয়তার পর প্যারিস সেইন্ট জার্মেইঁতেই থেকে যান তিনি। এবার অবশ্য জোরালো গুঞ্জন, এ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এমবাপ্পে।  

আগেরগুলোর চেয়ে এবারের গুঞ্জনের ভিত শক্ত। কিন্তু আপাতত পিএসজির হয়েই স্বপ্ন দেখছেন এমবাপ্পে। তার দল এখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে নিশ্চিত হয় তাদের সেরা চারে খেলা। এরপর এমবাপ্পে শুনিয়েছেন পিএসজির হয়ে তার স্বপ্নের কথা।

তিনি বলেন, ‘ আমার পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন আছে। প্রথম দিন থেকেই পিএসজিতে আসতে পেরে দারুণ গর্বিত আমি। সময় ভালো যাক বা খারাপ, আমার সেই গর্বে কখনও বদল আসেনি। এই ক্লাবের হয় খেলার যে গর্ব, আমার দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করতে পারা, এখানে বেড়ে ওঠা একজন হিসেবে আমার জন্য এটা বিশেষ একটা ব্যাপার। ’

‘দুর্দান্ত একটি দলকে হারিয়েছি আমরা। তবে যদি হেরেও যেতাম, প্যারিসের একজন হিসেবে গর্বিতই থাকতাম। এখন ম্যাচ জয়ের পর আজকের এই রাতে গর্বটা আরও বেশি। ’

এর আগেও পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল, ‍কিন্তু শিরোপা জিততে পারেনি। বহুদিন ধরেই ক্লাবটির আরাধ্য এই শিরোপা। এর জন্য অনেক অর্থকড়িও খরচ করেছে তারা। এমবাপ্পে চান, সমর্থকদের অনেকদিনের আশা পূরণ করতে।  

তিনি বলেন, ‘আমরা খুবই খুশি। এমন এক দলকে আমরা হারিয়েছি, যাদেরকে আমরা হারাতে চেয়েছিলাম এবং ফাইনালের আরও কাছে যেতে চেয়েছিলাম। যে সমর্থকেরা এখানে এসে ও ঘরে বসে আমাদের সমর্থন জুগিয়েছেন, এই জয় তাদের জন্য। আজকের রাতটিই গর্বের। ’

‘প্যারিসের একজন হিসেবে আজকের রাতের মতো অভিজ্ঞতাটা অসাধারণ। ওয়েম্বলিতে ফাইনাল খেলার পথে আরও একটি পদক্ষেপ এগোতে হবে আমাদের। কাজেই এখন আমাদের শান্ত থাকতে হবে। ’

বাংলাদেশ সময় : ২১২৬ ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।