ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

কোপা আমেরিকার আগে ব্রাজিলকে রুখে দিল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
কোপা আমেরিকার আগে ব্রাজিলকে রুখে দিল যুক্তরাষ্ট্র

শুরুতে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন রদ্রিগো। এরপর যুক্তরাষ্ট্র সমতায় ফিরলে আক্রমণ বাড়াতে থাকে তারা।

তবে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক হয়ে উঠলেন দেয়াল। একের পর এক সেভে দলকে হারতে দিলেন না তিনি।

কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে ব্রাজিল। ১৭তম মিনিটে ব্রাজিলকে রদ্রিগো এগিয়ে নেওয়ার পর ২৬তম মিনিট যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিক।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০ ম‍্যাচে এটাই ব্রাজিলের প্রথম ড্র। হার কেবল একটি, ১৯৯৮ সালে। বাকি ১৮ ম‍্যাচেই জিতেছে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

ম্যাচ মাঠে গড়ানোর পর এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি ব্রাজিল। ১৭তম মিনিটে টার্নারের ভুলে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান রাফিনিয়া। তার কাছ থেকে বল নিয়ে বাঁদিক থেকে জাল খুঁজে নেন রদ্রিগো। নয় মিনিট পর সমোয় ফেরে যুক্তরাষ্ট্র। ডি বক্সের কাছাকাছি অবস্থানে ফ্রি-কিক থেকে গোলটি করেন পুলিসিক।

বিরতির পর ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে প্রতিপক্ষ গোলরক্ষকের কারণে বল আর জালে পাঠাতে পারেনি তারা।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।