ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

অবসরে পাঠাতে চায় স্পেন, যা বললেন ক্রুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
অবসরে পাঠাতে চায় স্পেন, যা বললেন ক্রুস

ইউরো শেষেই বুটজোড়া তুলে রাখবেন টনি ক্রুস। তবে তার শেষটা কোয়ার্টার ফাইনালেই টানতে চায় স্পেন।

এমনটাই জানিয়েছেন ক্রুসের সাবেক ক্লাব সতীর্থ হোসেলু। কিন্তু ক্রুস নাছোড়বান্ধা। জার্মানির জার্সিতে চ্যাম্পিয়ন হয়েই নিজের বিদায় দেখতে চাইবেন তিনি।

শেষ আটের লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হচ্ছে দুই হট ফেভারিট স্পেন-জার্মানি। ম্যাচের আগে স্পেনের সংবাদ সম্মেলনে আসেন হোসেলু। কিছুদিন আগেও রিয়াল মাদ্রিদে ক্রুসের বিদায়বেলায় আবেগ ভারাক্রান্ত দেখা গিয়েছে তাকে। কিন্তু জাতীয় দলে এখন দুজন দুজনার প্রতিপক্ষ। তাই পেশাদারিত্বের খাতিরে ক্রুসকে আগেভাগেই অবসরে পাঠানোর কথা বললেন এই ফরোয়ার্ড।

তিনি বলেন, 'এটা লজ্জাজনক যে, টনিকে এভাবে অবসরে পাঠাতে হবে আমাদের। কিন্তু আশা করি, শুক্রবারে আমরা জিতব এবং সেটাই হবে টনির শেষ ম্যাচ। আমাদের নিজের ওপর আস্থা রাখতে হবে এবং অন্য খেলোয়াড়কে নিয়ে চিন্তা করা যাবে না... আমি টনিকে ভালোবাসি। আমরা জানি কতটা মানসম্পন্ন খেলোয়াড় সে। জার্মানির জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় সে, কিন্তু আমরা শুধু তাকে নিয়ে ভাবতে পারি না। তারা আক্রমণে সবচেয়ে বিপজ্জনক দল। '

হোসেলুর কথার জবাবে ক্রুস বলেন, 'এটা স্বাভাবিক, তারা টুর্নামেন্ট জিততে চায়। এমনটা যাতে না হয় সেজন্য সবধরনের চেষ্টা করব আমি। আমাদের মতো তারাও এখানে জিততে এসেছে। দেখা যাবে শুক্রবারে কী হয়। '

'সে এমনটা বলেছে  কারণ সে জিততে চায়। আমি  বুঝতে পারছি সে চায় স্পেন সেমিফাইনালে যাক। কিন্তু আমি মনে করি স্পেনকে আটকানোর জন্য জার্মানির অনেক কোয়ালিটি আছে। রোমাঞ্চকর এক ম্যাচ হতে যাচ্ছে। বিরক্তিকর হবে না। হোসেলু যা বলেছে, তা মজার। '

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।