ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

সাগরে ঘুরতে গিয়ে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
সাগরে ঘুরতে গিয়ে নিখোঁজ মরক্কোর দুই ফুটবলার

গিয়েছিলেন ইয়টে করে সাগরে ঘুরতে। সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন মরক্কোর পাঁচ ফুটবলার।

যাদের মধ্যে এখনও দুইজন রয়েছেন নিখোঁজ। গতকাল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের।

আজ মরক্কোর শীর্ষ লিগের ক্লাব ইত্তিহাদ তানজের জানায়, শনিবার থেকে নিখোঁজ আছেন তাদের দুই ফুটবলার সালমান হারাক ও আবেদেল্লাতিফ আখরিফ। তানজেরের উত্তর দিক দিয়ে এই পাঁচ ফুটবলার ইয়টে করে সাগরে ঘুরতে যান। এরপর সাঁতার কাটতে পানিতে নামলেই ঘটে দুর্ঘটনাটি।

বার্তা সংস্থা রয়টার্সকে ইত্তিহাদের সহসভাপতি আনাস মারাবেত বলেন, প্রবল স্রোত ও দমকা বাতাসে ইয়টটি ভেসে চলে যায়। ওইদিনই তিনজনকে উদ্ধার করা হয়। বাকি দুইজনের উদ্ধার কাজ চলমান আছে।

উদ্ধারকৃতদের একজন বরাতে মারাবেত বলেন, সাঁতার কাটতে যাওয়ার সময় খেলোয়াড়দের সঙ্গে কোনো বয়া ছিল না।

২০১৫ সাল থেকে মরক্কোর শীর্ষ লিগে খেলে আসছে ইত্তিহাদ ট্যাঙ্গার। ২০১৭-১৮ মৌসুমে তাদের ক্লাব ইতিহাসের প্রথম ও একমাত্র লিগ শিরোপা জেতে তারা। সাম্প্রতিক বছরগুলোয় লিগে ধুঁকছে দলটি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।