ফাইনালের পুরো সময়টা খেলতে পারেননি। মাঠ ছেড়েছিলেন চোখে জল নিয়ে।
সবমিলিয়ে এটি তাদের টানা তৃতীয় আন্তর্জাতিক শিরোপা। দ্বিতীয় কোপা আমেরিকা জিতে আরেকটি রেকর্ডও গড়েছেন মেসি। একসময়ের সতীর্থ দানি আলভেসকে হারিয়ে সবার উপরে উঠে গেছে তার নাম। এখন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ট্রফির মালিক তিনি।
নিজের ৪৫টি শিরোপা আলাদা করে চারটি দলের হয়ে জিতেছেন মেসি। দীর্ঘ অপেক্ষার পর ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতেন তিনি, সেটি ছিল কোপা। এরপর তাদের হয়ে বিশ্বকাপ ও এবার কোপা জিতলেন মেসি।
এসব আন্তর্জাতিক শিরোপার ভিড়ে ইতালিকে হারিয়ে ফিনালেসিমা জিতেছিলেন তিনি। জিতেছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও অলিম্পিক গোল্ড। মেসি অবশ্য সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে।
ক্লাবটির হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা দেলরে, আটটি সুপার কাপ ও চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন মেসি। জিতেছেন তিনটি বিশ্বকাপ ও সমান সংখ্যক ইউয়েফা সুপার কাপও।
বার্সেলোনা ছেড়ে মেসি ক্লাব ফুটবলে শুরুতে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। ক্লাবটির হয়ে দুটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন মেসি, চ্যাম্পিয়ন হয়েছেন একটি লিগ কাপেও। বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির হয়েও একটি লিগ কাপ আছে তার।
বাংলাদেশ সময় : ১০৪৭ ঘণ্টা, ১৫ জুলাই, ২০২৪
এমএইচবি