ঢাকা, শুক্রবার, ১ ভাদ্র ১৪৩১, ১৬ আগস্ট ২০২৪, ১০ সফর ১৪৪৬

ফুটবল

‘নিজেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দেখেছিলাম’, বললেন ইয়ামালের বাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
‘নিজেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দেখেছিলাম’, বললেন ইয়ামালের বাবা

হামলার শিকার হওয়ার পর নীরবতা ভাঙলেন স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি। স্পেনের উত্তর-পূর্বে অবস্থিত মাতারো শহরের পার্কিং লটে গতকাল ছুরিকাহত হন তিনি।

তার শরীরে তিনবার ছুরির আঘাত পাওয়া যায়। ওই সময়ে নিজেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেখে ফেলেছিলেন তিনি।

আহত অবস্থায় হাসপাতাল থেকে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতোকে দেওয়া সাক্ষাৎকারে মৌনির বলেন, 'অবশ্যই যেকোনো মানুষের মতো আমিও ভয় পেয়েছিলাম। নিজেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দেখেছি আমি। আশা করি যত দ্রুত সম্ভব হাসপাতাল থেকে ছাড়া পাব, আবার কথা  বলতে পারায় আমি কৃতজ্ঞ। '

হামলার শিকার হলেও নিজেকে এখন শান্ত রাখছেন মৌনির। বিচারপ্রক্রিয়ার ওপর আস্থা রেখে তিনি বলেন, 'পরিবার ও সকলের স্বার্থে আমাকে শান্ত থাকতে হবে। কারণ আমার আর কোনো বিকল্প নেই। আমাদের সবার ভাবা উচিত যে আইন নিশ্চিতভাবেই তার কাজ করবে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইশ্বরকে ধন্যবাদ যার কাছে সবকিছুর সমাধান রয়েছে, যিনি খুবই অসাধারণ। '

এর আগে ইনস্টাগ্রামে শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে মৌনির লিখেন, 'আপনাদের সকল উৎসাহের জন্য ধন্যবাদ। আমি এখন ভালো আছি। আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। '

বার্সেলোনা প্রদেশের উপকূলীয় শহরেই বেড়ে উঠেছেন ইয়ামাল। বয়স কেবল ১৭ বছর। এর মধ্যেই ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছেন এই বিস্ময় বালক। সদ্য সমাপ্ত ইউরোতে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনন্য অবদান আছে তার।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৪
এএইচএস  


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।