ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু করতে চান মারুফুল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
জয়ে শুরু করতে চান মারুফুল

নেপালে সাফ অনূর্ধ্ব-২০ আসরে খেলবে বাংলাদেশ। আগামীকাল প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচে জয় নিয়ে এগিয়ে থাকতে চান দলের কোচ মারুফুল হক। কাঠমান্ডুতে তিন দিন ধরে অনুশীলন করে আসল লড়াইয়ে নামার অপেক্ষায় শ্রাবণ-রাহুলরা। আগামীকাল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বিকাল সোয়া ৩টায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।  

নেপাল যাওয়ার আগেই নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছিল বাংলাদেশ। গত আসরে ফাইনালে খেললেও শিরোপা জয় করা হয়নি বাংলাদেশের। এবারের আসরে প্রাথমিক লক্ষ্য ফাইনালে খেলা। তবে শিরোপা জয়ের জন্য দল প্রস্তুত বলে মনে করেন কোচ। মারুফুল বলেন, ‘নেপাল আসার আগেই আমরা বলেছিলাম আমরা ফাইনাল খেলতে চাই। এবং আমরা ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হতে চাই। এই দলটা গত টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল। গত দুই সপ্তাহে আমি খেলোয়াড়দের যে হার্ডওয়ার্ক, ডেডিকেশন এবং কমিটমেন্ট দেখেছি তাতে করে আমি বলতে পারি আমরা সঠিক পথেই আছি। ’

শ্রীলঙ্কার বিপক্ষে পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের কোচ মারুফুল। তিনি বলেন, ‘আগামীকাল আমাদের প্রথম ম্যাচ। আমরা ইতোমধ্যেই শ্রীলঙ্কার ম্যাচ দেখেছি। তাদের শক্তি এবং দুর্বলতা নিয়ে আমরা কাজ করেছি। সেই অনুযায়ি আমরা গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি খেলোয়াড়দের বুঝিয়ে দিয়েছি এবং ট্রেনিং করেছি। ’

‘প্রথম ম্যাচ সবসময়ই চ্যালেঞ্জের। এছাড়া আমাদের লক্ষ্য আমাদের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে  হবে সেক্ষেত্রে প্রথম ম্যাচ আমরা জয় দিয়ে শুরু করেত চাই। ’ 

বাংলাদেশে সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।